Amitabh Bachchan: জিতেন্দ্র ও তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ, কেবিসি-তে জানালেন অমিতাভ
KBC: কেবিসি মানেই সেখানে জানা যাবে অচেনা অমিতাভ বচ্চনকে। শাহেনশাহ যেখানে নিজের অনেক গল্প ও অভিজ্ঞতার কথা বলেন।
মুম্বই: তিনি পর্দায় থাকা মানেই প্রচারের যাবতীয় আলো এসে পড়বে তাঁরই ওপর। ছোটপর্দায় তাঁর গেম শো কৌন বনেগা ক্রোড়পতি সুপারহিট। দেখতে দেখতে ১৫ মরশুমে পা দিয়েছে কেবিসি। জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলেছে।
আর কেবিসি (KBC) মানেই সেখানে জানা যাবে অচেনা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। শাহেনশাহ যেখানে নিজের অনেক গল্প ও অভিজ্ঞতার কথা বলেন। আর অজস্র ভক্ত, অনুরাগীরাও রীতিমতো অপেক্ষা করে থাকেন শোনার জন্য।
১৯৭২ সালে অমিতাভ অভিনয় করেছিলেন জিতেন্দ্রর সঙ্গে। সিনেমার নাম ছিল পরিচয়। সেই সিনেমায় ছিলেন জয়া বচ্চনও। কেবিসিতে প্রতিযোগী নিধি শর্মা তখন সবে হেরে গিয়েছেন। মাত্র ১০ হাজার টাকা জিতে মঞ্চ ছাড়তে বাধ্য হন তিনি। ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট খেলে এরপর হটসিটে বসার সুযোগ পান দিল্লির রেখা পাণ্ডে। গৃহবধূ রেখা অমিতাভকে জানান যে, তিনি জয়া বচ্চন ও অভিষেক বচ্চনের ফ্যান। রেখা বলেন, ‘জয়া ম্যাম সহজাত অভিনেত্রী।’ অমিতাভ মজা করে জানতে চান, রেখা তাঁর পরিবারের সকলেরই ভক্ত কি না। রেখাও কম যান না। মজা করে জবাব দেন, ‘আপনার পরিবারে সকলেই রত্ন।’ এরপরই তিনি জানতে চান, অমিতাভের পুরনো সিনেমার কথা মনে পড়ে কি না।
বিগ বি বলেন, ‘আমি পুরনো সিনেমার গান শুনি আর ভাবি, সেই সময় আমি কী করছিলাম। মনে করার চেষ্টা করি।’ তারপরই পরিচয় সিনেমার গল্প বলেন অমিতাভ। বলেন, ‘আমি জিতেন্দ্র আর তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ। পরিচয় সিনেমার সময় আমাদের দেখা হতো। দুই পরিবারের মধ্যে আড্ডা হতো। এখনও হয়। আমরা মাঝে মধ্যেই দেখা করি। গল্প হয়। সুন্দর সময় কাটাই। এভাবেই ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে যোগাযোগ রাখি।’
রেখা জানতে চান, সকল সহ অভিনেতার কথা অমিতাভের মনে থাকে কি না। বিগ বি বলেন, ‘সকলের কথাই মনে থাকে কারণ সিনেমা একটা শিল্প যা স্মৃতি থেকে মুছে ফেলা যায় না। একবার শ্যুটিং হয়ে গেলে চিরকাল তা থেকে যায়।’
আরও পড়ুন: OTT Year Ender 2023: 'তালি' থেকে 'দ্য ট্রায়াল'! ওটিটিতে নজর কাড়লেন যে ৫ অভিনেত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।