KBC 13: বিগ বি-র মঞ্চে কোটিপতি প্রতিযোগী একজন গৃহবধূ, জীবনের পরের অধ্যায় কাটাতে চান কার জন্য?
'কৌন বনেগা ক্রোড়পতি'র (Kaun Banega Crorepati) মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে খেলার মধ্যেই গল্পগুজব করতে দেখা যায় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)।
মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)। কখনও তারকা প্রতিযোগী, কখনও সাধারণ প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে চলে খেলা। সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে গৃহবধূ গীতা কৌর সিংহ বিগ বি-র (Amitabh Bachchan) এক কোটি টাকার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে সাত কোটি টাকার প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষা করছেন। আর সেখানেই সেই গৃহবধূ তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন - OM Shanti OM Anniversary: 'ওম শান্তি ওম'-র ১৪ বছর পূর্তি, কেরিয়ারের প্রথম ছবি নিয়ে নস্টালজিক দীপিকা পাড়ুকোন
'কৌন বনেগা ক্রোড়পতি'র (Kaun Banega Crorepati) মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে খেলার মধ্যেই গল্পগুজব করতে দেখা যায় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। আবার কখনও প্রতিযোগীদের সঙ্গে হাসি-মজাও করতে দেখা যায় তাঁকে। বিগ বি-র মঞ্চে কোটি টাকার প্রশ্নের উত্তর দেওয়া প্রতিযোগী গৃহবধূ গীতা কৌর সিংহ তাঁর পারিবারিক অবস্থার কথা, তাঁর ব্যক্তিগত জীবনের গল্প জানাচ্ছিলেন। তিনি জানান, তিনি একজন ৫৩ বছর বয়সী গৃহবধূ। গোটা জীবনটাই তিনি তাঁর সন্তানদের দেখাশোনার জন্য কাটিয়ে দিয়েছেন। এরইসঙ্গে তিনি জানালেন, এবার পরের জীবনটা তিনি নিজের জন্য কাটাতে চান।
গীতা কৌর সিংহ 'কৌন বনেগা ক্রোড়পতি'-র চলতি সিজনের তৃতীয় কোটিপতি প্রতিযোগী। এর আগে কোটি টাকার প্রশ্নের উত্তর দিয়েছিলেন আগ্রার শিক্ষক হিমানি বুন্দেলা। প্রসঙ্গত, হিমানি বুন্দেলা একজন দৃষ্টিশক্তিতে অতিরিক্ত সক্ষম প্রতিযোগী। ২০১১ সালে তিনি একটি দুর্ঘটনার সম্মুখীন হন। বিভিন্ন সাক্ষাতকারে তিনি জানিয়েছেন যে তিনি তাঁর জেলা পুরস্কারের অর্থ দিয়ে তাঁর ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য কিছু করতে চান। এছাড়াও তিনি তাঁর বাবার ব্যবসার জন্যও কিছু করতে চান বলে জানিয়েছিলেন। যিনি করোনা অতিমারির সময়ে নিজের চাকরিটা খুইয়েছেন।