Kho Gaye Hum Kahan: অবশেষে শ্যুটিং শুরু 'খো গয়ে হম কাহাঁ'র, পোস্ট প্রযোজকের
Kho Gaye Hum Kahan Shooting Starts: জোয়া আখতারের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু শ্বেতা বচ্চন। শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনাও।
নয়াদিল্লি: বলিউডের বহু প্রতীক্ষিত ছবি 'খো গয়ে হম কাহাঁ' (Kho Gaye Hum Kahan) ছবির শ্যুটিং শুরু হল। প্রযোজক জোয়া আখতার কাজ শুরু করলেন অনন্যা পাণ্ডে (Ananya Panday), সিদ্ধার্থ চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও আদর্শ গৌরবের (Adarsh Gourav) সঙ্গে।
শ্যুটিং শুরু হল 'খো গয়ে হম কাহাঁ' ছবির
একাধিক দুর্দান্ত ছবি দর্শকদের উপহার দিয়েছেন জোয়া আখতার। পরিচালনা ও প্রযোজনা, দুইয়েই সমান দক্ষ তিনি। সোশ্যাল মিডিয়ায় শনিবার তাঁর পোস্ট থেকে জানা গেল 'খো গয়ে হম কাহাঁ' ছবির শ্যুটিং শুরু হয়েছে। ক্যাপশনে লেখা হয়, 'হিয়ার উই গো'। জোয়া আখতারের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু শ্বেতা বচ্চন। শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনাও।
View this post on Instagram
ফের একবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীকে। 'গহেরাইয়াঁ' (Gehraiyaan) ছবির পর 'খো গয়ে হম কাহাঁ' ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। সেই সঙ্গে থাকবেন আদর্শ গৌরবও। এর আগে তিনি 'দ্য হোয়াইট টাইগার' ছবিতে কাজ করেছেন।
অর্জুন বরৈন সিংহের পরিচালনায় তৈরি হবে এই ছবি। এটিই তাঁর প্রথম ফিচার ছবি। আশা করা যাচ্ছে 'এক্সেল এন্টারটেনমেন্ট'-এর এই নতুন প্রজন্মের ড্রামা ২০২৩ সালে মুক্তি পাবে।
আরও পড়ুন: Ranbir Kapoor Alia Bhatt Wedding: বিশেষ দিনে কি সব্যসাচীর পোশাকেই সাজবেন আলিয়া ভট্ট?
এই ছবি মূলত এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হবে। এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে বলে, ডিজিটাল যুগে তিন বন্ধু কীভাবে তাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে বা সেই নিয়ে মোকাবিলা করে, তাই দেখানো হবে ছবিতে। তাঁদের পোস্ট করা ছবি দেখে মনে হচ্ছে ইতিমধ্যেই তিনজনে 'বেস্ট ফ্রেন্ডস' হয়ে গেছেন।