Kim Sharma - Leander Paes Pic: প্রকাশ্যে কিম শর্মা ও লিয়েন্ডার পেজের সম্পর্ক, ছবি পোস্ট অভিনেত্রীর
Kim Sharma - Leander Paes Pic: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কিম শর্মা। প্রকাশ্যে আনলেন তাঁদের সম্পর্কের কথা।
মুম্বই: বেশ কয়েক সপ্তাহের জল্পনার পর, বলিউড তারকা কিম শর্মা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লিয়েন্ডার পেজের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করে একটি ছবি পোস্ট করেন।
'মোহাব্বতে' ছবি খ্যাত কিম শর্মা একটি ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। ক্যামেরার দিকে হেসে পোজ দিয়েছেন অভিনেত্রী, আর তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন লিয়েন্ডার। ছবিতে কিম শর্মা নজর কাড়ছেন সাদা ড্রেসে, অন্যদিকে লিয়েন্ডার পেজ নীল শার্ট ও ডেনিমে ফ্রেমবন্দি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যুগলের এই ছবি। কমেন্ট বক্স ভরেছে শুভেচ্ছাবার্তায়।
View this post on Instagram
কিম এবং লিয়েন্ডারের গোয়া ট্রিপের একটি ছবি হঠাৎ ভাইরাল হওয়ার পরই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। ছবিতে গোয়ার এক ক্যাফেতে তাঁদের সময় কাটাতে দেখা যায়।
এতদিন তাঁরা সম্পর্কের কথা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে এবার মুখ খুললেন কিম শর্মা। এর আগে অভিনেত্রী কিম শর্মার বিয়ে হয় ব্যবসায়ী আলি পঞ্জানির সঙ্গে। ২০১০ সালে বিয়ের পর তিনি কেনিয়া চলে যান। ২০১৭ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।
কিম শর্মা কিছুদিন 'সনম তেরি কসম' খ্যাত হর্ষবর্ধন রাণের সঙ্গেও সম্পর্কে ছিলেন। এরপর ২০১৯ সালে তাঁরা আলাদা হয়ে যান।
অন্যদিকে লিয়েন্ডার পেজ দীর্ঘদিন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদের এক কন্যা সন্তান আছে যাঁর নাম আয়ানা।