Kishmish: ২৯ এপ্রিল মুক্তি, এখনও তৈরি হয়নি 'কিশমিশ'-এর ট্রেলার! রেগে আগুন দেব!
হন্তদন্ত হয়ে নিজের অফিসে ঢুকলেন দেব। গোটা অফিস প্রায় ফাঁকা, কারও পাত্তা নেই। টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে একজন। তাঁর কাছে নতুন ছবি 'কিশমিশ'-এর ট্রেলার দেখতে চাইলেন দেব। মাথা নিচু করে দাঁড়িতে রইল সে।
কলকাতা: হন্তদন্ত হয়ে নিজের অফিসে ঢুকলেন দেব। গোটা অফিস প্রায় ফাঁকা, কারও পাত্তা নেই। টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে একজন। তাঁর কাছে নতুন ছবি 'কিশমিশ'-এর ট্রেলার দেখতে চাইলেন দেব। মাথা নিচু করে দাঁড়িতে রইল সে। তারপর একে একে দেব ডেকে পাঠালেন তাঁর অফিসে সবাইকে। সবার কাছেই জানতে চাইলেন, কতটা তৈরি হয়েছে 'কিশমিশ'-এর ট্রেলার। শেষমেশ এসে হাজির হলেন পরিচালক রাহুলও। তাঁর কাছেও দেব ট্রেলারের কথা জানতে চেয়েছেন। প্রত্যেকে নিরুত্তর।
সোশ্যাল মিডিয়ায় দেবের পোস্ট করা ৩ মিনিটেরও বেশি এই ভিডিওতে প্রথমটা বোঝাই যায় না কী হতে চলেছে। ধীরে ধীরে প্রকাশ্য়ে আসে সবটা। আর সেটা কে প্রকাশ করেন? খোদ টিনটিনরূপী দেব। যখন ট্রেলার তৈরি হয়নি শুনে রেগে আগুন রিয়েল লাইফ দেব, তখন রিল লাইভ দেব টিনটিন-এর বেশে এসে জানাচ্ছে, নতুন ছবি 'কিশমিশ'-এর ট্রেলার মুক্তি পাবে আগামী ২১ মার্চ। সময়? সেও জানান পর্দার দেবই। সন্ধে ৮টা। অভিনয় উপায়ে ট্রেলার মুক্তির দিন প্রকাশ করল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স।
২৯ এপ্রিল বড়পর্দায় আসছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবিতে দেব ও রুক্মিণীকে দুটি লুকেই দেখা গিয়েছে। বড় সাদা কালো ছবিতে একই ছাতার তলায় দেব রুক্মীণি। ঠিক যেন স্বপ্ন দেখছে তাঁদের চোখ। কপালে কালো টিপ, সালোয়ার কামিজ আর বিনুনিতে রুক্মীণি মনে করাচ্ছেন পুরনো দিনের নায়িকার সাজ। অন্যদিকে গোঁফ আর পাঞ্জাবিতে দেবের সাজেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ঠিক নিচের ছবিতে আবার ভোলবদল। এলোমেলো কোঁকড়ানো চুল আর চশমায় অচেনা দেব। সাইকেলের সামনে 'আধুনিক' সাজের রুক্মিণীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
আরও পড়়ুন: Laxmi Kakima Superstar: গালে আবির, 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর সেটেই নাচে গানে 'অপরাজিতা'
ছবি ঘোষণার দিন মুক্তি পাওয়া টিজারে প্রকাশ করা হয়েছিল চরিত্রদের নাম। তবে এই টিজারে কেবল কার্টুন হিসেবেই দেখা গিয়েছিল নায়ক নায়িকাকে। ছবিতে দেবের চরিত্রের নাম ‘কৃশাণু’। যদিও সে প্রথমে নিজের পরিচয় দিচ্ছে 'ফেলুদা' বা 'টিনটিন' বলে। পরে অবশ্য সন্ধিবিচ্ছেদ করে স্পষ্ট করে দিচ্ছেন, সে 'ফেলু-দা'। এরপরেই অকটপ ভালোবাসার স্বীকারোক্তি, 'আমি না একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই'। এরপর কিছুটা দোটানা, তারপর পর্দায় আসে 'রোহিনী'-র কার্টুন। সেখানও চমক। ছবি দেখে আর গলা শুনে বুঝে নিতে হয়, এই 'রোহিনী' আর কেউ নয়, রুক্মিণী মৈত্র। তার মুখে কিন্তু বসানো হয়েছে বিস্ফোরক ডায়লগ। ‘কৃশাণু’-র ভালোবাসার কথা জানে, বোঝে সেও। অথচ ‘কৃশাণু’-র মুখের ওপর 'রোহিনী' বলে ওঠে, ‘এক বার শুলেই বুঝি বিয়ে হয়ে যায়?' ছোট্ট ছবি ঘোষণার টিজার শেষ হয় ‘কৃশাণু’-র কথা দিয়ে। 'ভালোবাসা অনেকটা কিশমিশের মত।'