![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kishore Kumar Birthday : জন্মদিনে জেনে নিন কিশোর কুমারের কালজয়ী সেরা ১০টি গান
এক ঝলকে দেখে নিন কিশোর কুমারের সেরা ১০ টা গান। যা আজ শুনলে কিশোর কুমারের জন্মদিনটা আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনি উপভোগও করবেন
![Kishore Kumar Birthday : জন্মদিনে জেনে নিন কিশোর কুমারের কালজয়ী সেরা ১০টি গান Kishore Kumar Birthday: popular evergreen songs by this singer Kishore Kumar Birthday : জন্মদিনে জেনে নিন কিশোর কুমারের কালজয়ী সেরা ১০টি গান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/04/d1a8e5ecf5613da9e97cba4e2d4e65af_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আজ ৪ অগাস্ট। জন্মদিন কিংবদন্তি কিশোর কুমারের। কথায় বলে, কোন মানুষ আর শিশু, ফুল আর গান ভালবাসে না? সেই সূত্র ধরেই আপনি হয়ত বছরভর কিশোর কুমারের গান শোনেন। কিন্তু, আজ তাঁর জন্মদিনে শুনে নিতেই পারেন আপনার প্রিয় গায়কের গাওয়া সেরা গানগুলি। এক ঝলকে দেখে নিন কিশোর কুমারের সেরা ১০ টা গান। দেখে নিন কোন ১০ টা গানের কথা বলছি। (এই ১০ টা গানের ৫ টা হিন্দি এবং ৫টা বাংলা।) প্রথমেই দেখে নিন ৫টা হিন্দি গান।
১) চিঙ্গারি কোই ভরকে - ১৯৭২ সালে রিলিজ করেছিল শক্তি সামন্তের পরিচালনায় 'অমর প্রেম' ছবিটি। এই ছবির সবকটি গানই সুন্দর। কিন্তু চিঙ্গারি কোই ভরকে- গানটির ব্যাপারই একটু আলাদা। এমন কোনও মানুষ আছে, যাঁর এই গানটি দেখতে কিংবা শুনতে ভাল লাগে না? গানের সুরকার রাহুল দেব বর্মন। গীতিকার আনন্দ বক্সি। আর কণ্ঠে অবশ্যই কিশোর কুমার। নৌকাতে হ্যারিকেনের আলোয় রোম্যান্টিক মুডে রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুর।
২) হামে তুমসে পেয়ার কিতনা - 'কুদরত' ছবির গান। ছবিটি রিলিজ করেছিল ১৯৮১ সালে। সুরকার ছিলেন যথারীতি রাহুল দেব বর্মন। গীতিকার মজরু সুলতানপুরি। কিশোর কুমারের এই গানটি ভালবাসে না, এমন মানুষ ভূ-ভারতে পাওয়া যাবে না।
৩) কোরা কাগজ থা ইয়ে মন মেরা - আবার শক্তি সামন্তের পরিচলনায় ছবি। আবার স্ক্রিনে রাজেশ খান্না এবং কণ্ঠে কিশোর কুমার। সুরকার অবশ্য এক্ষেত্রে শচীন দেব বর্মন। 'আরাধনা' ছবির গান। 'আরাধনা' রিলিজ করেছিল ১৯৬৯ সালে।
৪) তুম আগয়ে হো - কিশোর কুমারের হিন্দি গান শুনবেন। আর 'আঁধি'র গান শুনবেন না। হয় নাকি! তাই এবার শুনুন 'আঁধি'র গান। সবকটাই ভাল। আজ শুনে নিন, তুম আ গয়ে হো...। 'আঁধি' রিলিজ করেছিল ১৯৭৫ সালে। সুরকার আবার রাহুল দেব বর্মন। তবে, গীতিকারের ভূমিকায় ছিলেন গুলজার। আর স্ক্রিনে তো সুচিত্রা সেন এবং সঞ্জীব কুমার।
৫) আপকি আঁখো মে কুছ - সাতের দশকের অন্যতম জনপ্রিয় ছিল এই 'ঘর' ছবির গান। 'ঘর' রিলিজ করেছিল ১৯৭৮ সালে। সুরকার ছিলেন যথারীতি রাহুল দেব বর্মন এবং গীতিকারের ভূমিকায় গুলজার। স্ক্রিনে রেখা এবং বিনোদ মেহরা দারুণ।
এবার দেখে নিন কোন ৫ টি বাংলা গান আজ শুনে নিতে পারেন কিশোর কুমারের জন্মদিনে।
১) নয়ন সরশী কেন ভরেছে জলে - আজ কিশোর কুমারের জন্মদিনে অবশ্যই শুনে নিন এই গানটি। লিখেছিলেন মুকুল দত্ত। সুরকার কিশোর কুমার নিজেই।
২) একদিন পাখি উড়ে যাবে যে আকাশে - মুকুল দত্তের লেখা গানে সুর করেছিলেন রাহুল দেব বর্মন।
৩) তোমায় পড়েছে মনে, আবার শ্রাবন দিনে - আবারও গীতিকার মুকুল দত্ত। সুরকার ছিলেন বসু মনোহারী।
৪) সেদিনও আকাশে ছিল কত তারা - গৌরি প্রসন্ন মজুমদারের লেখা গানে সুর দিয়েছিলেন কিশোর কুমার নিজেই।
৫) কি আশায় বাঁধি খেলাঘর - 'অমানুষ' ছবির এই গানটি অবশ্যই অন্যতম সেরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)