![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Salman Khan: 'কিসি কা ভাই কিসি কা জান'-এর চোখ ধাঁধানো ভিডিও পোস্ট সলমন খানের
Kisi Ka Bhai Kisi Ka Jaan: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির অফিশিয়াল টাইটেল লোগো প্রকাশ করেছেন সলমন খান।
![Salman Khan: 'কিসি কা ভাই কিসি কা জান'-এর চোখ ধাঁধানো ভিডিও পোস্ট সলমন খানের 'Kisi Ka Bhai Kisi Ki Jaan': Salman Khan Gives A Sneak Peek Into The Film With A Teaser, know in details Salman Khan: 'কিসি কা ভাই কিসি কা জান'-এর চোখ ধাঁধানো ভিডিও পোস্ট সলমন খানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/06/b3652027ca169b738a8ccab78d5103191662438623539214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সদ্য কয়েকটা দিন আগেই নিজের আগামী ছবির নাম ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। আর সম্প্রতি তিনি প্রকাশ্যে আনলেন সেই ছবির অফিশিয়াল টাইটেল লোগো। ভাইজানের আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর (Kisi Ka Bhai Kisi Ka Jaan) বিশেষ একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যা থেকে চোখ সরাতে পারছেন না তাঁর অনুরাগীরা।
'কিসি কা ভাই কিসি কা জান' ছবির অফিশিয়াল টাইটেল লোগো প্রকাশ্যে-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির অফিশিয়াল টাইটেল লোগো প্রকাশ করেছেন সলমন খান। চোখ ধাঁধানো সেই ভিডিও থেকে চোখ ফেরাতে পারছেন না তাঁর অনুরাগীরা। ছবির টাইটেল লোগো সামনে আসতেই সলমন খামনের অনুরাগীদের উচ্ছ্বাস নজর কাড়ছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁরা অভিনেতার উদ্দেশে ভালোবাসা প্রকাশ করেছেন। টিজারটিতে দেখা যাচ্ছে, একটি ক্রুজার মোটোর সাইকেলে চেপে আসছেন সলমন খান। লাগাখ ভ্যালির উপর বইছে বালির ঝড়। তারই মধ্যে লম্বা চুলের সলমন খান। কখনও তিনি বাইকে। কখনও তিনি হেঁটে আসছেন। সব মিলিয়ে 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির অফিশিয়াল টাইটেল লোগো যেন অনুরাগীদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন - Brahmastra: মুক্তির আগেই ছবি হিট? অগ্রিম বুকিংয়ে কত টিকিট বিক্রি হল 'ব্রহ্মাস্ত্র'র?
প্রসঙ্গত, সদ্যই বলিউডে ৩৪ বছর পূরণ করেছেন সলমন খান। সেদিনই তিনি তার আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর নাম ঘোষণা করেন। অনুরাগীদের এত ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ সুযোগে নিজের নতুন ছবির ঘোষণা করেন অভিনেতা। ছবির নাম, 'কিসি কা ভাই... কিসি কি জান'। নতুন ছবির এক ঝলকের সঙ্গে তিনি লিখলেন, '৩৪ বছর আগেও ছিল "এখন", এবং ৩৪ বছর পরেও "এখন"... আমার জীবনের সফর শুরু হয়েছিল যখন আমার কিছু ছিল না এবং দুটি শব্দে এসে পৌঁছেছে "এখন" এবং "এখানে"। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।' ভিডিওয় তাঁর নতুন ছবির লুকও দেখালেন খানিক। লম্বা চুলে রোদচশমায় ভাইজান নজরকাড়া। শোনা যাচ্ছে তাঁর এই ছবিতে মিলবে অ্যাকশন, কমেডি, ড্রামা ও রোম্যান্স। মজার ব্যাপার হল, অনেকেই বলছেন সমলন খানের ছবির এই নাম, অনেকটা তাঁর অপর ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'র মতো শুনতে, যার জন্য তিনি আপাতত শ্যুটিং সারছেন। ফলে মনে করা হচ্ছে সেই ছবিরই নাম বদলে করা হয়েছে 'কিসি কা ভাই... কিসি কি জান'। তবে সেই ব্যাপারে কোনও অফিশিয়াল ঘোষণা এখনও হয়নি। এছাড়া সলমন খানের হাতে এখন বেশ কিছু কাজ রয়েছে। সমলন খানের 'টাইগার ৩', 'বজরঙ্গি ভাইজান ২' মুক্তির অপেক্ষায়। এছাড়া তাঁকে শাহরুখ খানের 'পাঠান' ছবিতেও দেখা যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)