Vikrant Massey Birthday: শৌচাগারের বাইরে দাঁড়িয়ে প্রথম পেয়েছিলেন অভিনয়ের অফার, জন্মদিনে অজানা বিক্রান্ত
Unknown stories about Vikrant Massey: একবার একটি সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছিলেন, তিনি প্রথম কাজের অফার পেয়েছিলেন একটি শৌচাগারের বাইরে দাঁড়িয়ে! বিক্রান্ত জানিয়েছিলেন..
কলকাতা: তাঁর সফর শুরু হয়েছিল ছোটপর্দা থেকে, আর সেটাই পরবর্তীকালে গড়িয়েছে বড়পর্দায়। নিজের অভিনয়ের ওপর ভর করেই তিনি আজ জয় করে নিয়েছেন বহু মানুষের মন। আজ জন্মদিন বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Masshi)-র। বর্তমানে গুগলে তাঁর নাম লিখলেই পাশাপাশি চলে আসবে 'টুয়েলভথ ফেল' (12th Fail) ছবিটির নাম। বর্তমানে এই ছবিটি নিয়েই সবচেয়ে চর্চিত বিক্রান্তের। তবে জানেন কি, জীবনের প্রথম অভিনয়ের অফারটা কীভাবে পেয়েছিলেন বিক্রান্ত? দেখে নেওয়া যাক
একবার একটি সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছিলেন, তিনি প্রথম কাজের অফার পেয়েছিলেন একটি শৌচাগারের বাইরে দাঁড়িয়ে! বিক্রান্ত জানিয়েছিলেন, তিনি একটি শৌচাগারের সারির বাইরে অপেক্ষা করছিলেন। সেই সময়ে তাঁর কাছে প্রথমবার কাজের অফার নিয়ে আসেন একটি মহিলা। বিক্রান্তকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল, সে অভিনয় জানে কি না? এরপরে, প্রতি এপিসোডে ৬০০০ টাকা হিসেবে তাঁকে প্রথম কাজ দেওয়া হয়।
এই কাজটিই বিক্রান্তের সামনে খুলে দিয়েছিল নতুন এক দিগন্ত। অভিনয় করার ইচ্ছা তার ছিল অনেকদিনেরই, কিন্তু এই কাজেই প্রথম অভিনয়ের নেশা ধরিয়ে দেয় তাঁকে। ২০০৭ সালে টেলিভিশনের হাত ধরে নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন বিক্রান্ত। ধুম মাচাও ধুম (Dhoom Machaao Dhoom) ধারাবাহিকের হাত ধরে প্রথম কাজ শুরু করেছিলেন তিনি। তবে শুধু অভিনয় না, নাচেও নজর কেড়েছিলেন বিক্রান্ত। 'ধরম বীর'-এ ধরমের চরিত্রে ও জনপ্রিয় ধারাবাহিক 'বালিকা বধূ'-র শ্যাম সিং-কে এখনও ভুলতে পারে না মানুষজন।
'লুটেরা' (Lootera) ছবিটির হাত ধরে বলিউডে প্রথম কাজ শুরু করে বিক্রান্ত। এই ছবির নায়ক ছিলেন রণবীর সিংহ (Ranveer Singh)। তাঁর বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছিল বিক্রান্তকে। এরপরে কঙ্কনা সেনশর্মার প্রথম পরিচালনা, 'আ ডেথ অফ আ গুঞ্জ (A Death in the Gunj)-এ প্রথম নায়কের চরিত্রে সুযোগ পান বিক্রান্ত। নজর কাড়েন প্রথম ছবিতেই। এরপরে 'হাফ গার্লফ্রেন্ড', 'লিপস্টিক আন্ডার মাই বোরখা' ছবিতেও নজর কেড়েছেন বিক্রান্ত। ভীষণভাবে প্রশংসিত হয়েছেন 'মির্জাপুর'-এর জন্য। বর্তমানে তাঁর ছবি 'টুয়েলভথ ফেল' রয়েছে চর্চায়।
View this post on Instagram
আরও পড়ুন: New Bengali Film: '১০-১২ বছর থেকে পরিকল্পনা ছিল', অবশেষে 'আলাপ' হচ্ছে আবির-মিমির