Kolkata International Film Festival: 'কখনও ভাবিনি বাংলা শিখব, সিনেমা করব', চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে বললেন শত্রুঘ্ন
Shatrughan Prasad Sinha: সূচনা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দেখতে দেখতে ৩০ বছরে পা দিল এই অনুষ্ঠান।
আশাবুল হোসেন, কলকাতা: ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় থেকে শুরু করে দেব, শত্রুঘ্ন সিনহা-সহ বিভিন্ন তারকারা। বুধবার থেকে শুরু হওয়া এই ফিল্ম ফেস্টিভ্য়াল শেষ হবে ১১ ডিসেম্বর।
সূচনা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দেখতে দেখতে ৩০ বছরে পা দিল এই অনুষ্ঠান। এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'সিনেমার কোনও সীমারেখা নেই। এই পৃথিবী একটাই দেশ। ভাষা আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই এক। যাঁরা সিনেমাপ্রেমী মানুষ, যারা সিনেমাকে ভালবাসে.. আমরা বলিউড, হলিউডের সমস্ত আইকনকে মনে রেখেছি। হলিউড, বলিউড, টলিউডের মধ্যে একটা সেতু রয়েছে।'
এবছরের থিম কান্ট্রি- ফ্রান্স। চলচ্চিত্র উৎসবে মোট ৪১ টি দেশ অংশগ্রহণ করেছে। দেখানো হবে মোট ১৭৫ টি সিনেমা। এদিন মঞ্চে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'বাংলা সিনেমা দিনে দিনে উন্নত হয়েছে আর গোটা পৃথিবী বাংলা ছবিকে আপন করে নিয়েছে। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। এদিন মঞ্চে শত্রুঘ্ন সিংহ বলেন, 'আমি যখন FTI-তে মনোনীত হয়েছিলাম, কখনও ভাবিনি এখানে এসে আমি বাংলা সিনেমার অংশ হব, বাংলায় ছবি করব। বাংলা ভাষাকে ভালবাসব। বাংলার সংস্কৃতিকে জানব। এখানের ভাষা শিখব। আর এটা তো কখনও ভাবিনি, গোটা পৃথিবীর মধ্যে অন্যতম চর্চিত, সমাদৃত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হব।'
বুধবার উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়, তপন সিনহার 'গল্প হলেও সত্য়ি'। এদিনের অনুষ্ঠানে ছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্য়ান গৌতম ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় থেকে শুরু করে বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়, সাবিত্রী চট্টোপাধ্য়ায়।ছিলেন শতাব্দী রায়, মুনমুন সেন, সব্য়সাচী চক্রবর্তী, সহ বহু অভিনেতা অভিনেত্রী।
Today, as the curtains rise on the 30th Kolkata International Film Festival (KIFF), we celebrate a rich tradition of storytelling that transcends borders and unites hearts.
— Mamata Banerjee (@MamataOfficial) December 4, 2024
With filmmakers, artists, and cinephiles from across the globe gathered here, KIFF has once again proven… pic.twitter.com/cFiy4BaC2q
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।