পুরসভায় যশ-নুসরত, সন্তানের বার্থ সার্টিফিকেটে বাবার নয়; শুধু মায়ের নাম রাখতে চান
এদিন তাঁরা যান পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিমের চেম্বারেও
কলকাতা: কলকাতা পুরসভায় গেলেন যশ-নুসরত। সূত্রের খবর, সন্তানের বার্থ সার্টিফিকেটে বাবার নাম নয়, শুধুমাত্র মায়ের নাম রাখতে চান নুসরত। সেজন্য কী করতে হবে, তা জানতে কলকাতা পুরসভায় যান সাংসদ- অভিনেত্রী নুসরত জাহান, সঙ্গে ছিলেন যশও। এ দিন তাঁরা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিমের চেম্বারেও যান।
সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে ছড়িয়েছে নানান জল্পনা। নিখিলের সঙ্গে বিবাদ সেই জল্পনা আরও উসকে দিয়েছে। সব মিলিয়ে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাংসদ অভিনেত্রী। মা হওয়ার পর সম্প্রতি জনসমক্ষে এসেছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। নুসরতের সন্তানের বাবা কে এই প্রশ্নে তিনি জর্জরিত হয়েছেন একাধিকবার। বুধবার একটি অনুষ্ঠানে গিয়ে সেই প্রসঙ্গে নুসরত জাহানের মন্তব্য, ‘বাবা কে সেটা বাবা জানে।'
পরবর্তীতে মাতৃত্বের প্রশ্নে ফের আরও প্রত্যয়ী অভিনেত্রী-সাংসদের মন্তব্য, 'যশের সঙ্গে আমি ভাল অভিভাবকত্ব কাটাচ্ছি।' নুসরতকে সামনে পেতেই সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞেস করা হয় তাঁর ছেলের পিতৃপরিচয়ের কথা। গোপনীয়তা সরিয়ে সকল জল্পনার প্রশ্নের উত্তর দিলেও তাঁর ছেলে ঈশানের বাবা কে? তা স্পষ্ট করেনন।
গত ২৬ অগাস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরত জাহান। সবসময় তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত। নুসরতের গোটা মাতৃত্বের সফরেই তাঁকে আগলে রেখেছিলেন যশ। হাসপাতাল থেকে ছুটি পেয়েও যশের সঙ্গে বাড়ি ফেরেন নুসরত। একরত্তির নাম ঈশান রেখেছেন নুসরত। নায়িকা চান, পিতৃপরিচয় নয়, আপাতত ঈশান বড় হোক তাঁর মাতৃ পরিচয়েই। সেই মতোই বার্থ সার্টিফিকেটেও নিজেরই নাম রাখতে চাইছেন নুসরত। উল্লেখ্য এদিন কলকাতা পুরসভায় গিয়ে করোনার ভ্যাকসিন নেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। সঙ্গে ছিলেন অভিনেতা যশ। দু’জনেই কোভিশিল্ডের প্রথম ডোজ নিলেন।
আরও পড়ুন: পরিবারে নতুন অতিথি, নেটমাধ্যমে সদ্যজাতের ছবি ভাগ করে নিলেন শ্রাবন্তী