Kriti Sanon: সদ্য পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, অভিজ্ঞতা জানালেন কৃতী শ্যানন
'মিমি' ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করলেন কৃতী।
মুম্বই: সদ্যই 'মিমি' ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Sanon)। আট বছর আগে 'হিরোপন্তি' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। তারপর একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন। এই নিয়ে দ্বিতীয়বার সেরা অভিনেত্রীর পরিস্কার পেলেন কৃতী। আর এবার 'মিমি' ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করলেন অভিনেত্রী।
ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার অনুভূতি প্রসঙ্গে কৃতী শ্যানন-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন বলেন, 'যে ছেলেমেয়েরা বলেন যে, এটা অনেক বড় স্বপ্ন, এত বড় স্বপ্ন পূরণ হয় না। এখানে যোগাযোগের বাইরে কিছুই হয় না। তাঁদের বলতে চাই, তুমি যেখান থেকেই আসো না কেন। কোনও ব্যাপারই নয়, তোমার বাবা-মা কে। কোনও ব্যাপার নয় তোমার পদবী কী। হতে পারে, সাফল্য আসতে কিছুটা সময় লাগবে। কিন্তু একদিন না একদিন সাফল্য আসবেই। যেমন আমার ক্ষেত্রে ৮ বছর সময় লাগল। হতে পারে তোমার ক্ষেত্রে আরও একটু বেশি সময় লাগবে। জার্নিটা হতে পারে একটু বেশি দীর্ঘ। কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। কাজ করে যেতে হবে। পরিশ্রম করে যেতে হবে। নিজেকে আরও উন্নত করে যেতে হবে। শিখে যেতে হবে। আমি তোমাদের নিশ্চিত করছি, এগুলো মেনে চললেই একদিন নাএকদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। আর এটা যদি তুমি করতে পারো, তাহলে তা তোমারই থাকবে। কারণ, জার্নিটা তোমার নিজের। তাই তোমার স্বপ্ন যদি বড় হয়, তাহলে সেই স্বপ্ন পূরণ করো।'
আরও পড়ুন - Top Entertainment News Today: বিনোদনের জগতের সেরা খবরগুলি এক ঝলকে
রণবীর সিংহের সম্পর্কেও নানা কথা বলেন কৃতী শ্যানন। তিনি বলেন, 'রণবীর সিংহ তোমার মনে আছে একদিন তুমি আমায় বলেছিলে যে, 'যেদিন তুই সেরা অভিনেত্রী আর আমি সেরা অভিনেতা হবো, সেদিক একসঙ্গে কাজ করব'? সেই টিকটক মনে আছে?'
প্রসঙ্গত, 'মিমি' ছবির জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন কৃতীয় শ্যানন। এই ছবির জন্য তিনি ১৫ কেজি ওজন বাড়ান। সেই অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন। কৃতী শ্যাননকে শীঘ্রই দেখা যাবে 'আদিপুরুষ', 'ভেড়িয়া' এবং আরও বেশ কিছু ছবিতে।