এক্সপ্লোর
‘থ্রি ইডিয়টস’-এ আমিরের চরিত্রের অনুপ্রেরণা, ইঞ্জিনিয়ার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি

নয়াদিল্লি: ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত বলিউড ছবি ‘থ্রি ইডিয়টস’-এর কথা এখনও দর্শক মনে উজ্জ্বল। ছবিতে আমির যে ফুংসুক ওয়াংরুর চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রটির অনুপ্রেরণা ছিলেন লেহ-র এক ইঞ্জিনিয়ার সোনাম ওয়াংচুক।বাস্তব জীবনে সোনামকে দেখেই ‘থ্রি ইডিয়টস’-এ তৈরি হয়েছিল আমিরের চরিত্রটি। সেই ইঞ্জিনিয়ার এবার তাঁর আবিষ্কারের জন্যে আন্তর্জাতিক স্তরে রলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইস, ২০১৬ সম্মান জিতে নিলেন। মঙ্গলবার দিন লস অ্যাঞ্জেলস এই পুরস্কার দেওয়া হয় সোনাম ওয়াংচুককে। তাঁর ভাবনা, আবিষ্কার এবং উদ্ভাবনী শক্তি মানব সভত্যার উন্নয়নের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তাঁকে আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি দেওয়া হল। সোনাম-এর বরফের স্তূপ বা আইস স্তূপ হচ্ছে এবছরের পাঁচটি শ্রেষ্ঠ কাজের মধ্যে অন্যতম। ৫০ বছর বয়সি এই সোনাম ওয়াংচুক লাদাখের বাসিন্দা। প্রসঙ্গত, পশ্চিম হিমালয়ের মরুভূমি অঞ্চলে জলের অভাবে শস্য ফলনের যে সমস্যা রয়েছে, তার সমাধানের জন্যেই বরফের স্তূপ বা আইস স্তূপ তৈরির ভাবনা আসে সোনামের মাথায়। কুনলুন এবং গ্রেটার হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলে সাড়ে তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত লাদাখ। এখানে শস্য ফলনের সময় মানে এপ্রিল-মে মাসে মারাত্মক জলসঙ্কট দেখা দেয়। তখনই সোনামের মাথায় আসে যখন হিমবাহ থেকে জল বেরোবে, সেটা যদি কৃত্তিম উপায় জমিয়ে রাখা যায় এবং বরফের স্তূপ তৈরি করা যায়, তাহলে শস্য ফলনের সময় সেই বরফের স্তূপ থেকে জল ব্যবহার করা যাবে। প্রসঙ্গত, এগুলোর নাম দেওয়া হয়েছে ছোট হিমবাহ। রলেক্স অ্যাওয়ার্ডের বিচারকের মঞ্চে থাকা বিশেষজ্ঞদের মনে হয়েছে, এটি একটি অসাধারণ ভাবনা। মরুভূমি অঞ্চলে সবুজায়নের জন্যে এই প্রকল্প খুবই উপকারী এবং প্রশংসনীয়। রলেক্স-এর তরফে যে পুরস্কার অর্থ সোনাম পেয়েছেন, সেটি ২০টি বরফের স্তূপ তৈরিতে কাজে লাগবে। প্রত্যেকটা দৈর্ঘ্যে ২০ মিটার, শস্য ফলনের জন্যে পর্যাপ্ত জলের যোগান দিতে সক্ষম এই স্তূপগুলো। এই মুহূর্তে এই ইঞ্জিনিয়ার ৬৫ হেক্টর জমিতে একটি অন্য ধরনের বিশ্ববিদ্যালয় তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্যই হল লাদাখ এবং আশপাশের অঞ্চল থেকে তরুণদের নিয়ে কাজ করা। এঁদের মূল লক্ষ্যই হল পাহারি অঞ্চলে মানুষরা যে সমস্যার সম্মুখীন হন প্রতিমুহূর্তে, তাঁর সমাধান নিজেরাই বের করে সুস্থ-সুন্দর জীবন কাটানো।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















