Anirban Bhattachrya: প্রিয় শিল্পীর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ! অনির্বাণ ভট্টাচার্যের ফেসবুকে লম্বা পোস্ট অ্যাডমিনের
Anirban Bhattachrya Official Page: '২০১৮ সালে শুধুমাত্র অনির্বাণ ভট্টাচার্যের ফ্যান হিসেবে তাঁর কাজ ও চিন্তাধারা বাকি অনুরাগীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই পেজ তৈরি করা হয়।' ফলোয়ার ছিল মাত্র ৪০০।
কলকাতা: তাঁর অভিনয়, পরিচালনা, গান, বাচনভঙ্গির গুণগ্রাহী অজস্র। সেই ভালবাসা ও শ্রদ্ধা থেকেই ২০১৮ সালে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Actor Anirban Bhattacharya) অনুরাগীরা শুরু করেন ফ্যানপেজ। কিন্তু এবার সেই 'স্বপ্নের নায়ক'-এর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনল তাঁর পেজের অ্যাডমিন টিম (Admin Team)। অভিনেতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অ্যাডমিন টিমের করা সুদীর্ঘ পোস্টে উঠে এল একাধিক অভিযোগ।
অনির্বাণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
পোস্টের শুরুতেই মার্কিন অভিনেতা ম্যাট ড্যামনের ছবির সংলাপ। খানিক স্বগোতক্তিই বলা চলে। এরপরই একের পর এক ঘটনার উল্লেখ। পেজের অ্যাডমিন প্যানেলের তরফে লাগাতার খারাপ ব্যবহার, হুমকি, মানসিক চাপ সৃষ্টির একাধিক অভিযোগ করা হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়েছে, '২০১৮ সালে শুধুমাত্র অনির্বাণ ভট্টাচার্যের ফ্যান হিসেবে তাঁর কাজ ও চিন্তাধারা বাকি অনুরাগীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই পেজ তৈরি করা হয়।' ফলোয়ারের সংখ্যা ছিল মাত্র ৪০০। 'সেই সময় তিনি সোশ্যাল মিডিয়া বিমুখ থাকতে পছন্দ করতেন। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করি এবং তাঁর মত, শর্তে চললে এই পেজটিকে অফিসিয়াল পেজ করতে আগ্রহ দেখান তিনি। এই পেজ তাঁকে তুলে ধরত এবং এটাকে আমি নৈতিকভাবে সঠিক উপায়ে ভেরিফায়েড করাই।'
পোস্টে লেখা হয়, 'এই পেজের বৃদ্ধির জন্য প্রতিনিয়ত প্রশংসিত হই কিন্তু দুঃখের বিষয় এটাই যে মানুষকে উৎসর্গ করে এই পেজ তিনিই আমাদের সঙ্গে জঞ্জালের মতো ব্যবহার করেছেন। কোনওভাবেই এই পেজ কখনও তাঁর বা তাঁর অফিসের মানুষের ছিল না, কারণ তিনি কখনও আমাদের সঙ্গে কোনও চুক্তি করেননি বা নথিও ছিল না। ফলে, আমাদের কোনও বেতনও তাঁকে দিতে হয়নি কোনওদিন কিন্তু দিনের পর দিন নীরবে তাঁর জন্য আমরা কাজ করে গেছি।'
এই পেজে এখন অনুরাগীর সংখ্যা ১ মিলিয়ন, অর্থাৎ ১০ লক্ষ। এই সময়ের মধ্যে অনির্বান এক প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন। পোস্টে লেখা হয়েছে, 'শীঘ্রই তাঁর সমস্ত কাজ, প্রচার এই অফিসিয়াল প্ল্যাটফর্মে ক্রস-প্রমোশন করা শুরু হল যার সরাসরি নির্দেশ আসত ওই সংস্থা ও তার কর্মীদের থেকে। সেই নির্দেশের ধরন শুরুতে ছিল 'প্লিজ এটা পোস্ট করে দাও', পরে তা বদলে হয়ে যায়, 'এক্ষুনি পোস্ট কর, না করলে লিগাল অ্যাকশন নেবো।' অথচ আসল অপরাধ তাঁরা করছিলেন আমাদের দিয়ে ন্যায্য পারিশ্রমিক ছাড়া কাজ করিয়ে নিয়ে।'
পোস্টের পরতে পরতে স্পষ্ট দাবি, বেশ কিছু দিন ধরেই কেবল হুমকি দিয়ে একাধিক কাজ করিয়ে নেওয়া হচ্ছিল কিন্তু তার বদলে কিছুই দেওয়া হয়নি। আর্থিক চুক্তিতে থেকে কোনও প্রচারের কাজ অভিনেতা করলে তার থেকে সামান্য অংশ অ্যাডমিনদের দেওয়া হত বলেও অবশ্য তাঁরা জানিয়েছেন, তবে একইসঙ্গে তাঁদের দাবি, 'কোন কাজের কত শতাংশ তাঁরা পাচ্ছেন সেটার কোনও অফিসিয়াল উল্লেখ ছিল না।'
আরও পড়ুন: Karnasubarner Guptodhon: মাথা ভাঙা মূর্তির আড়ালে লুকিয়ে রহস্য? সমাধানে ফিরছে সোনাদা
অনির্বাণ ভট্টাচার্যের পেজের অ্যাডমিন প্যানেলের অভিযোগ, তাঁদের সঙ্গে আর্থিক চুক্তিতে থেকে কাজ ও পারিশ্রমিকের প্রতিশ্রুতি দিলেও সেই প্রসঙ্গ ধীরে ধীরে ভুলে গেছেন অভিনেতা। তাঁদের আরও অভিযোগ, পেজের সমস্ত অধিকার তাঁদের থেকে জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। দীর্ঘ পোস্টের সঙ্গে যে ছবি দেওয়া হয় তাতে লেখা, 'ভারি ও আহত হৃদয় নিয়ে জানাচ্ছি যে চার বছরের নিঃস্বার্থ, অবিরাম পরিষেবা দেওয়ার পর অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাদের সরে যেতে বাধ্য করা হল। আমাদের তত্ত্বাবধানে থাকা অনির্বাণ ভটাচার্যের ভেরিফায়েড অফিসিয়াল অ্যাকাউন্ট ইতিমধ্যেই হ্যাক করে নেওয়া হয়েছে ও ফেসবুকের একই পরিণতি হতে পারে। যেখানে তোমার ভালবাসা, শ্রম, সময়ের কোনও দাম নেই সেই স্থান ছেড়ে যাওয়াই ভাল। যে আবেগ, কঠোর পরিশ্রম ও সম্মান দিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম তাকে হুমকি, বল দিয়ে অসম্মানিত করা হয়েছে। আমরা আমাদের মৌলিক মানবিক ও পেশাগত অধিকারের জন্য সরব। ধন্যবাদ। - অ্যাডমিন টিম।'
এই দীর্ঘ পোস্টের প্রেক্ষিতে অভিনেতা কী বলেন এখন সেটাই দেখার।