এক্সপ্লোর
Advertisement
শ্রীদেবীর সঙ্গে শেষ দেখার কথা বলতে গিয়ে আবেগবিহ্বল মাধুরী
মুম্বই: গত বছর অভিনেত্রী শ্রীদেবীর আচমকা মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছিল। বলিউডের তারকা থেকে শুরু করে অনেকেই প্রথমটা তো বিশ্বাসই করতে পারছিলেন না যে, শ্রীদেবী আর নেই। অভিনেত্রী মাধুরী দীক্ষিতের এখনও শ্রীদেবী প্রয়াত হয়েছেন, এ কথা বিশ্বাস করতে কষ্ট হয়। তিনি নিজেই একথা জানিয়েছেন। শ্রীদেবীর সঙ্গে তাঁর শেষ সাক্ষাতের বিষয়েও জানিয়েছেন। সেই দেখা হওয়ার কথা বলতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়লেন।
মাধুরী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, মণীশ মালহোত্রর জন্মদিনে আমাদের শেষবার দেখা হয়েছিল। শ্রীদেবী তাঁর দুই মেয়ে জাহ্নবী ও খুশির সঙ্গে এসেছিলেন।
মাধুরী বলেছেন, শ্রীদেবীর আকস্মিকভাবে চলে যাওয়াটা মনে করিয়ে দেয় যে জীবনটা কত ছোট। তিনি বলেছেন, এই কারণেই আমাদের খুব ভালোভাবে জীবনের প্রত্যেকটা দিন উপভোগ করা উচিত । শ্রীদেবীর চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রিতে একটা শূন্যতা দেখা দিয়েছে।
মাধুরীকে খুব শীঘ্রি টোটাল ধামাল সিনেমায় দেখা যাবে। বর্তমানে মাধুরী সহ সিনেমার শিল্পীরা প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় যে ভূমিকায় মাধুরী অভিনয় করেছেন, সেই ভূমিকায় শ্রীদেবীর অভিনয় করার কথা ছিল। এ ব্যাপারে মাধুরী বলেছেন, শ্রীদেবীর এই চলে যাওয়াটা মেনে নেওয়া খুব কঠিন। ওই খবরটা ছিল অত্যন্ত মর্মান্তিক।
সিনেমায় ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব যখন তাঁকে দেওয়া হয়েছিল, তখন তিনি বিহ্বল হয়ে গিয়েছিলেন। কিন্তু সিনেমার প্রয়োজনেই সেই প্রস্তাব তিনি গ্রহণ করেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement