Maidaan Teaser: সৈয়দ আবদুল রহিমের জীবন এবার ছবির পর্দায়, প্রকাশ্য়ে টিজার
Maidaan Teaser Out: মুক্তি পেল 'ময়দান' ছবির টিজার।
কলকাতা: প্রকাশ্য়ে এল অজয় দেবগণ অভিনীত ছবি 'ময়দান' ছবির টিজার। এই ছবির হাত ধরেই বাংলার গণ্ডি পেরিয়ে এবার বলিউডে সফর শুরু করলেন বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখিছিলেন ' প্রতীক্ষার অবসান, আমার পরবর্তী সিনেমা 'ময়দান' (MAIDAAN)। ছবিতে জ্বলজ্বল করছে অজন দেবগণের ছবি। অভিনেতার পোস্টেই উল্লেখিত যে এই ছবির প্রযোজনা করেছেন বনি কপূর ও এই ছবিতে সঙ্গীতের দায়িত্ব আছেন এ আর রহমান। পাশাপাশি এও জানাযায় যে, এই ছবির গল্প সত্য় ঘটনা অবলম্বনে।
এই ছবি আগামী ২৩শে জুন প্রেক্ষাগৃতে মুক্তি পেতে চলেছে বলেও জানিয়েছিলেন রুদ্রনীল । সম্প্রতি অসম ফিল্ম ফেস্টিভ্য়ালে " আবার বছর কুড়ি পর " সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবন নির্ভর এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ চড়ছে।
আরও পড়ুন...
প্রসঙ্গত, আজই মুক্তি পেয়েছে অজয় দেবগণ (Ajay Devgan) -এর নতুন ছবি ভোলা (Bhola)। এই ছবির হাত ধরে ফের বড়পর্দায় জুটি বেঁধছে অজয় দেবগণ (Ajay Devgan) ও তব্বু (Tabbu)। ৬ মার্চ মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলার। এই ছবিটি পরিচালনা ও প্রযোজনা দুয়েরই ভার ছিল অজয়ের কাঁধে।
ছবি প্রসঙ্গে অজয় (Ajay Devgan) জানিয়েছিলেন, এই ছবিতে নায়ক ভিলেনের চেয়েও পাগল। কারন, 'ভোলা' চরিত্রটি এমন কেউ নয় যে সহজে ভয় পায় কারণ সে জানে কিভাবে মৃত্যুর সঙ্গে খেলতে হয়। যে কোনো ধরনের মারাত্মক চ্যালেঞ্জের জন্য ভোলা সবসময় প্রস্তুত।
তিনি আরও বলেছিলেন, 'আমার মনে হয়. আমার কোনও কথা বলার আগে মানুষের নিজেদের ছবিটা দেখা উচিত, অ্যাকশন দেখা উচিত, অনুভব করা উচিত। ছবির বিষয়বস্তুর মধ্যে দিয়ে একেবারে বাস্তবচিত্রকে তুলে ধরা হয়েছে। গ্রামীণ ভারতের একটা চিত্র ফুটে উঠবে ছবির মধ্যে দিয়ে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো ভীষণ চটজলদি ও নিখুঁত। সেইসঙ্গে সমস্ত অ্যাকশনকে বিশ্বাসযোগ্য করে তোলারও চেষ্টা করা হয়েছে। আমি নিজে অনেক অ্যাকশন করেছি। আমি আমার বাবা ভীরু দেবগণের কাছে অ্যাকশনের প্রস্তুতি নিতাম একসময়। এই ধরণের স্টান্ট করার চ্যালেঞ্জ নিতে আমি ভালবাসি।'