Raju Srivastava Health: আইসিইউতে রাজু শ্রীবাস্তব, আচমকা সেখানে ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি! তারপর?
হাসপাতালে চিকিৎসাধীন রাজু শ্রীবাস্তব। এরইমধ্যে রাজু যেখানে রয়েছেন, সেখানে আইসিইউতে ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
![Raju Srivastava Health: আইসিইউতে রাজু শ্রীবাস্তব, আচমকা সেখানে ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি! তারপর? Man enters Raju Srivastava’s hospital room to click a selfie with the comedian: reports, know in details Raju Srivastava Health: আইসিইউতে রাজু শ্রীবাস্তব, আচমকা সেখানে ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি! তারপর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/83ff0d889156ff326cf6af623c3b22761661234935369214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হার্ট অ্যাটাক হওয়ার পর থেকে তাঁর জ্ঞান ফেরেনি এখনও। কখনও তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হচ্ছে তো কখনও অবনতি। ভর্তি হওয়ার পর থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। মেডিকেল টিম গঠন করে চলছে তাঁর চিকিৎসা। রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনায় পোস্ট করছেন। আর এরইমধ্যে রাজু যেখানে রয়েছেন, সেখানে আইসিইউতে ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
হাসপাতালে রাজু শ্রীবাস্তবের ঘরে ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি-
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু শ্রীবাস্তব। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তোলার জন্য হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়লেন এক ব্যক্তি। জানা যায়, আইসিইউতে ঢুকেই ওই ব্যক্তি রাজুর সঙ্গে সেলফি নিতে শুরু করেন। এমন ঘটনার পরই কমেডিয়ানের নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। রাজু শ্রীবাস্তবের ঘরের দরজার বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পর। আইসিইউ-এর বাইরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। অনুমতি ছাড়া সেখানে বর্তমানে কারও প্রবেশ নিষেধ।
কেমন আছেন রাজু শ্রীবাস্তব?
সম্প্রতি সংবাদমাধ্যমকে রাজু শ্রীবাস্তবের কন্যা অন্তরা জানিয়েছেন যে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন কমেডিয়ান। তাঁরা আশা করছেন রাজুর শারীরিক অবস্থা ক্রমশ উন্নতি হবে এবার। রাজুর এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন যে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন তিনি। তবে, এখনও জ্ঞান ফেরেনি তাঁর। রাজু শ্রীবাস্তবের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন - Aryan Khan: মাদক কাণ্ডের পর প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট আরিয়ানের, কী বলতে চাইলেন শাহরুখ-পুত্র?
প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি করার পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন রাজু শ্রীবাস্তব। হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, রাজু শ্রীবাস্তবের চিকিৎসার জন্য কলকাতা থেকে বিশিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন তাঁর অনুরাগীরা। অন্যদিকে, রাজু শ্রীবাস্তবের পরিবারের সদস্যরা কানপুরের ইসকন মন্দিরে তাঁর জন্য বিশেষ পুজোর আয়োজন করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)