Manoshi Sinha: শিবপ্রসাদ-নন্দিতার থ্রিলার 'বহুরুপী'-তে নতুন যোগদান মানসীর
Manoshi Sinha News: কেবল অভিনেতা নয়, পরিচালনাতেও হাত দিয়েছেন মানসী। তাঁর প্রথম ছবি 'এটা আমাদের গল্প' (Ata Amader Golpo) চলতি বছরে বক্সঅফিসে সবচেয়ে বেশি উপার্জন করা সেরা ৩টি ছবির মধ্যে একটি
কলকাতা: এই ছবির ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। প্রকাশ্যে এসেছিল মুক্তির দিনও। তবে এই ছবিতে যে মানসী সিংহ (Manoshi Sinha) অভিনয় করছেন, তা এখনও প্রকাশ্যে আনেননি প্রযোজনা সংস্থা উইন্ডোজ়। সেই খবর আজ প্রকাশ্যে নিয়ে এল এবিপি লাইভ (ABP Live)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর পরিচালনা প্রযোজনায় তৈরি ছবি 'বহুরুপী' (Bahurupi) -র একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন মানসী সিংহ।
কেবল অভিনেতা নয়, পরিচালনাতেও হাত দিয়েছেন মানসী। তাঁর প্রথম ছবি 'এটা আমাদের গল্প' (Ata Amader Golpo) চলতি বছরে বক্সঅফিসে সবচেয়ে বেশি উপার্জন করা সেরা ৩টি ছবির মধ্যে একটি। আর এবার 'বহুরূপী'-র মতো থ্রিলার ছবিতেও দেখা যাবে তাঁকে। প্রসঙ্গত, এর আগে এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন মানসী। উইন্জোজ় -এর 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে মানসীকে। তবে এই প্রথম শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় কাজ করছেন মানসী।
সদ্যই ছবির শ্যুটিং শেষ করে ডাবিং শুরু করেছেন মানসী। এই ছবিতে তাঁকে ঠিক কেমন চরিত্রে দেখা যাবে তা খোলসা করতে চাইলেন না পরিচালকদ্বয়। তবে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-কে। এই ছবিতে অভিনয় করতেও দেখা যাবে শিবপ্রসাদকে।
এই ছবির শ্যুটিং শেষের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিবপ্রসাদ লিখেছিলেন, 'বহুরূপী। ২০১২ সালের ভাবনা। ১২ বছরের অপেক্ষা। অবশেষে শুটিং শেষ হল। ৩২ দিনের শ্যুটিং, ৭৮ টি লোকেশন, ইউনিট মেম্বারদের অক্লান্ত পরিশ্রম। কখনও ঝড়, কখনও বৃষ্টি, কখনও ৪৫ ডিগ্রি টেম্পারেচার, সব কিছু মাথায় নিয়ে ওঁরা কাজ করেছেন। ছিল দুর্ঘটনা, তারপর অপেক্ষা, তারপর ফিরে আসা। সব কিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আর মা অন্নপূর্ণার আশীর্বাদে। দেখা হবে পুজোতে, বড় পর্দায়। চেষ্টা করব আপনাদের মন ভরাতে।'
View this post on Instagram
আরও পড়ুন: Shruti Das: শ্যুটিং থামিয়ে নিজের হাতে ঘাম মুছিয়ে দিত মিমিদি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।