Mimi Chakraborty: 'এই জন্য আমি আজও সিঙ্গেল...', হঠাৎ কেন বললেন মিমি চক্রবর্তী?
Mimi Chakraborty Update: 'আলাপ' বলবে পাবলো মজুমদার ও অদিতি মিত্রর জীবনের গল্প যাদের আদতে আলাপ হয়নি। ছবিতে মিমি ও আবির ছাড়াও রয়েছে স্বস্তিকা দত্ত। তাঁর নাম হয়েছে স্বাতীলেখা সেন।
কলকাতা: একেবারে আদ্যোপান্ত প্রেমের গল্পে (Romantic Comedy Movie) জুটি বাঁধতে চলেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ছবির নাম 'আলাপ' (Alaap)। পর্দায় প্রেমকাহিনি তো অনেক হল, ব্যক্তিগত জীবনে মিমির প্রেম-'আলাপ' করার মানুষটি কে? সম্প্রতি ছবির প্রচার অনুষ্ঠানে এসে নিজের প্রেম প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?
'আমি আজও সিঙ্গেল রয়ে গেছি', কেন বললেন মিমি?
সম্প্রতি 'আলাপ' ছবির একটি ইভেন্টে মিডিয়ার মুখোমুখি হয়ে নিজের চরিত্র নিয়ে কথা বলতে শোনা যায় মিমিকে। সেই উত্তরেরই একটি অংশ হয়েছে ভাইরাল। শোনা যায় মিমি বলছেন, 'লোককে মারছি, আমার শেষ ছবি থেকে শুরুর দিকে আমার দ্বিতীয় ছবি, সেখানে প্রেম নিবেদনও করছি 'মারব' বলে!' অভিনেত্রীর দাবি তাঁর এমন একের পর এক 'মারকুটে' চরিত্রের জন্য লোকজন মনে করেন যে তিনি ব্যক্তিগত জীবনেও তেমনই। তবে তাদের শুধরে দিয়ে অভিনেত্রী বলতে চান যে ব্যক্তিগত জীবনে তিনি 'একটু হয়তো ওরকম। কিন্তু আমিও রোম্যান্টিক মানুষ।' এরপরই হাসতে হাসতে অভিনেত্রী বলে বসেন, 'আর এই জন্য, এই তোমাদের জন্য... এইসব বলে বলে আমি আজও সিঙ্গেল রয়ে গিয়েছি...'।
View this post on Instagram
মিমির কথা শুনে মজা করতে ছাড়লেন না সহ-অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও। মুচকি হেসে সকলকে বললেন, 'কী ইন্টারেস্টিং একটা বাইট পেলে। লাস্ট লাইনেই হেডলাইন হয়ে গিয়েছে।' সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে এক নতুন ধরনের প্রেমের গল্প 'আলাপ'। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।
'আলাপ' বলবে পাবলো মজুমদার ও অদিতি মিত্রর জীবনের গল্প যাদের আদতে আলাপ হয়নি। ছবিতে মিমি ও আবির ছাড়াও রয়েছে স্বস্তিকা দত্ত। তাঁর নাম হয়েছে স্বাতীলেখা সেন। এই ৩ চরিত্রই ৩টি আইটি কোম্পানিতে কাজ করে। কাজের সূত্রেই তাঁদের ৩ জনের দেখা ও আলাপ। তাঁদের ৩ জনের জীবনের গল্প, বিভিন্ন সমস্যা ও তার মিষ্টি সব সমাধান নিয়েই বোনা হয়েছে ছবির গল্প।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।