Mimi Chakraborty: পুজো শুরু মিমির, আবাসনের দুর্গোৎসবে নায়িকা যেন ঘরের মেয়ে
Mimi on Durga Puja: সোশ্যাল মিডিয়ায় আবাসনের পুজোয় প্রতিমা আসার ছবি শেয়ার করে নিয়েছেন মিমি চক্রবর্তী।
কলকাতা: আবাসনের দুর্গাপুজোই সময় কাটে তাঁর। ব্যতিক্রম নয় এই বারেও। পুজোর অঞ্জলি থেকে শুরু করে সন্ধিপুজো.. সবটা সময় তাঁর কাটে এই পুজোকে ঘিরেই। প্রতিমা সাজানো থেকে শুরু করে পুজোর কাজ.. সবই নিজের হাতেই করেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় সেই বাড়ির ঠাকুর আসার ছবিই শেয়ার করে নিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
সোশ্যাল মিডিয়ায় আবাসনের পুজোয় প্রতিমা আসার ছবি শেয়ার করে নিয়েছেন মিমি চক্রবর্তী। লিখেছেন, 'মা আজকে আমাদের বাড়ি এল। আমাদের পুজো'। দেখা যাচ্ছে মিমি মা দুর্গাকে প্রণাম করছেন, বেদিতে উঠে মুগ্ধ নয়নে দেখছেন দেবী দুর্গাকে। মিমির বাড়িতে দুটি পোষ্য রয়েছে এই কথা সবারই জানা। মিমি তাঁর সেই পোষ্যকে নিয়েও মণ্ডপে এসেছিলেন। তাতে কোলে নিয়ে ছবিও তুলতে দেখা গেল মিমিকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাকিব খানের (Shakib Khan) সঙ্গে মিমি চক্রবর্তীর প্রথম কাজ, 'তুফান'। এই ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল প্রথমে। এরপরে এই ছবি মুক্তি পেয়েছিল ভারতেও। তবে বাংলাদেশে এই ছবি বেশ ভাল ব্য়বসা করলেও পশ্চিমবঙ্গে কার্যত মুখ থুবড়ে পড়েছিল 'তুফান'। খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি এই ছবি। এর আগেই ওটিটিতে পা রেখেছেন মিমি। তাঁর 'যাহা বলিব সত্য বলিব' ওয়েব সিরিজটি বেশ প্রশংসিত হয়েছে। এই সিরিজে তাঁর বিপরীতে ছিলেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। এছাড়াও আগামীকে একাধিক ছবিতে দেখা যাবে মিমিকে। তাঁর 'আলাপ' ছবিটি বক্সঅফিসে বেশ ভালই ব্যবসা করেছিল। এই ছবিতে মিমির বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবি বক্সঅফিসে বেশ ভাল ব্যবসা করেছিল। নিছক একটা প্রেমের গল্পই মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। অন্যদিকে রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন মিমি। ছেড়ে দিয়েছেন সমস্ত পদও। আপাতত নিজের জীবন আর সিনেমাতেই ব্যস্ত তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Kanchan Mallick: এবার বলিউডে কাঞ্চন মল্লিক, কাজ করছেন বিদ্যা বালন, কার্তিক আরিয়ানের সঙ্গে!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।