Mini: 'বেসুরে', এক মিষ্টি সুরে বাঁধা সম্পর্কের গল্প বলবে 'মিনি'-র নতুন গান
Mini: নতুন বছরের সুরেলা শুরু মিমি চক্রবর্তীর। মুক্তি পেল নতুন ছবি 'মিনি'-র প্রথম গান 'বেসুরে'। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে মিমি আর অয়ন্না জানালেন, নতুন ছবির গান মুক্তি পেয়েছে।
কলকাতা: নতুন বছরের সুরেলা শুরু মিমি চক্রবর্তীর। মুক্তি পেল নতুন ছবি 'মিনি'-র প্রথম গান 'বেসুরে'। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে মিমি আর অয়ন্না জানালেন, নতুন ছবির গান মুক্তি পেয়েছে।
'মিনি'-র নতুন গান
গোটা গান জুড়েই রয়েছে তিতলি ও মিনির মিষ্টি সম্পর্কের রসায়ন। সেখানে মাসি বোনঝি কখনও শপিং মলে ঘুরতে গিয়ে মজা করছে, কখনও আবার মাসির মনখারাপে চকোলেট এগিয়ে দিচ্ছে মিনি। গানের শেষে একসঙ্গে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে মাসি তিতলি। বাধ্য, দায়িত্বশীল মেয়ের মতো ল্যাপটপ বন্ধ করে মিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে মিনি।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'মিনি'-র ট্রেলার। একটি বিশেষ কারণে একরত্তি বোনঝিকে তার মাসির কাছে রেখে যান মা। তারপর.. দুষ্টু মিষ্টি মিনিকে সামলাতে হিমশিম মাসি তিতলি। এই বিষয় নিয়ে ছবি পরিকল্পনার কথা মাথায় এল কী করে? মৈনাক বলছেন, আমার বা আমার থেকে অনেক ছোট বন্ধুদের বিয়ে হচ্ছে, তাঁরা মা হচ্ছেন। তাঁদের বাচ্চা মানুষ করার সময়কালটা আমার চোখে পড়তে শুরু করে। এই প্রজন্মের কাছে এতজন বাচ্চাকে বড় করে তোলা কতটা সহজ বা কতটা কঠিন সেটাই আমি ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যখন বড় হয়েছি, তখন আমাদের মায়েরা বুঝতেই দেননি একটা বাচ্চাকে বড় করে তোলা কতটা কঠিন। আমার মনে হল, মাতৃত্ব এত কঠিন অথচ কখনও আমরা তাকে উদযাপন করি না। 'মিনি' মাতৃত্বকে উদযাপন করার ছবি।'
আরও পড়ুন: 'কিশমিশ'-এ ঋতুপর্ণা শোনাবেন টিনটিন-রোহিনীর প্রেমের গল্প
মাতৃত্বকে উদযাপনের ছবিতে মা মেয়ে নয়, মাসি বোনঝির গল্প কেন? মৈনাক বলছেন, 'একটা মেয়ে যখন সিদ্ধান্ত নেন তিনি মা হবেন, তিনি অনেক পরিস্থিতি মেনে নিতে তৈরি থাকেন। কিন্তু মা হওয়ার সিদ্ধান্ত না নিয়েও কাউকে যদি বাচ্চার দায়িত্ব নিতে হয়, সেটা কতটা কঠিন সেই গল্পই বলবে 'মিনি'।'