Kishmish: 'কিশমিশ'-এ ঋতুপর্ণা শোনাবেন টিনটিন-রোহিনীর প্রেমের গল্প
আজ প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জগিংয়ের পোশাকে রয়েছেন ঋতুপর্ণা। তিনি বলছেন, 'কিশমিশ' চলুন দেখে নেওয়া যাক রোহিনী আর টিনটিন এখন কী করছে। এরপরেই দেখা যাচ্ছে ছবির নায়ক আর নায়িকাকে
কলকাতা: আগেই জানা গিয়েছিল, এই ছবিতে অভিনয় করছেন তিনি। তবে এবার প্রকাশ্যে এল সেই ছবিতে অভিনেত্রীর ঝলক। আজ নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'কিশমিশ'-এর একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে।
'কিশমিশ'-এ ঋতুপর্ণা
আজ প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জগিংয়ের পোশাকে রয়েছেন ঋতুপর্ণা। তিনি বলছেন, 'কিশমিশ' চলুন দেখে নেওয়া যাক রোহিনী আর টিনটিন এখন কী করছে। এরপরেই দেখা যাচ্ছে ছবির নায়ক আর নায়িকাকে। তাঁরা কখনও রোম্যান্স করছেন, কখনও আবার ফোনে ঝগড়া, খুনসুটি করছেন একে অপরের সঙ্গে। তবে ঝলক প্রকাশ্যে এলেও স্পষ্ট নয় নায়িকার চরিত্র। ক্যাপশানে দেব লিখেছেন, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে প্রাক্তন যার অভিনয়ে মুগ্ধ আমরা সবাই, তার কাছ থেকে পাওয়া ভালোবাসায় "কিশমিশ" হয়ে উঠুক আরও মিষ্টি'
আগামী ২৯ এপ্রিল বড়পর্দায় আসছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবিতে দেব ও রুক্মিণীকে দুটি লুকেই দেখা গিয়েছে। বড় সাদা কালো ছবিতে একই ছাতার তলায় দেব রুক্মিণী। ঠিক যেন স্বপ্ন দেখছে তাঁদের চোখ। কপালে কালো টিপ, সালোয়ার কামিজ আর বিনুনিতে রুক্মিণী মনে করাচ্ছেন পুরনো দিনের নায়িকার সাজ। অন্যদিকে গোঁফ আর পাঞ্জাবিতে দেবের সাজেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ঠিক নিচের ছবিতে আবার ভোলবদল। এলোমেলো কোঁকড়ানো চুল আর চশমায় অচেনা দেব। সাইকেলের সামনে 'আধুনিক' সাজের রুক্মিণীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এরপর টিজার, ট্রেলার, গান, সবেতেই রুক্মিণী আর দেবকে দেখা গিয়েছে ভিন্ন ভিন্ন সাজে।
আরও পড়ুন: Sourav-Darshana: ফের জুটিতে সৌরভ-দর্শনা, ঠিকানা 'হৃদয়পুর'
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, 'উৎসব' বাড়ির লনে 'তুই বলব না তুমি' গানের স্টেপ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর তাঁর ছেলে তৃষাণজিৎ। সেইসঙ্গে পা মিলিয়েছেন দেবও। ক্যাপশানে দেব লিখেছেন, 'একই গানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তুমি আর তৃষাণজিৎ তুই, অর্থাৎ দুই প্রজন্ম একই গানে মা মেলাচ্ছে মানে গান হিট।'
">