Bollywood Celebrity Updates: শাহিদ-পত্নী মীরার খাবার দেখেই খেতে চাইলেন আলিয়া!
Bollywood News: সন্ধ্যের জলখাবারে তিনি কী খাচ্ছেন, তার ছবি পোস্ট করেন। আর সেই খাবারের ছবি দেখেই তা খাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন আলিয়া ভট্ট। পেলেন পাল্টা উত্তরও।

মুম্বই: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে খাবারের ছবি পোস্ট করেন শাহিদ কপূরের (Shahid Kapoor) স্ত্রী মীরা রাজপুত কপূর (Mira Rajput Kapoor)। সন্ধ্যের জলখাবারে তিনি কী খাচ্ছেন, তার ছবি পোস্ট করেন। আর সেই খাবারের ছবি দেখেই তা খাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। পেলেন পাল্টা উত্তরও।
মীরার খাবার খাওয়ার ইচ্ছাপ্রকাশ আলিয়ার-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেএকটি ছবি পোস্ট করেছেন মীরা রাজপুত কপূর। একটি বাটিতে খাবার রয়েছে। তার সঙ্গে গ্লাসে ধোঁয়া ওঠা চা। খাবারের ছবি পোস্ট করে মীরা লেখেন, 'উন্ধিউ সবসময়ের জন্য। আমার তো মনে হয় গত জন্মে আমি গুজরাতি ছিলাম।' শাহিদ পত্নীর পোস্ট করা ছবি দেখে আলিয়া ভট্ট লেখেন যে, 'আমার ওই চায়ের গ্লাসটা চাই।' পাল্টা উত্তর দেন মীরাও। লেখেন, 'আলিয়া ভট্ট, মা তোমাকে তাহলে সি লিঙ্ক পেরোতে হবে।' বর্তমানে রণবীর কপূর এবং সদ্যোজাত সন্তান রাহার সঙ্গে বান্দ্রায় থাকছেন আলিয়া ভট্ট। আর অক্টোবরেই ওরলির নতুন বিলাসবহুল বাড়িতে চলে গিয়েছেম শাহিদ কপূর ও তাঁর স্ত্রী মীরা।
আরও পড়ুন - Ranbir Kapoor: সন্তানকে নিয়ে কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন রণবীর? জানালেন নিজেই
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
