এক্সপ্লোর
Advertisement
বলিউডে পা রাখতে প্রস্তুত সদ্য বিশ্বসুন্দরী খেতাবজয়ী মানুষী ছিল্লর? এখানে রইল তার প্রমাণও
মুম্বই: সদ্যই মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে, দীর্ঘ সতেরো বছরের খরা কাটিয়ে ফের ভারতকে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার শিরোনামে এনে দিয়েছেন মানুষী ছিল্লর। বিশ্বজয়ের পর আজ দেশে পা রাখলেন কুড়ির তরুণী। এদিকে এরমধ্যেই তিনি যে বলিউডে পা রাখার জন্যে প্রস্তুত, সেটাও বোঝা গেল তাঁর সাম্প্রতিক এক স্টেজ পারফর্ম্যান্স দেখে। রইল সেই স্টেজ পারফর্ম্যান্সের ঝলক।
হরিয়ানার এই তরুণী বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরই সমস্ত প্রাক্তণীরা, যেমন লারা দত্ত, প্রিয়ঙ্কা চোপড়া, সুস্মিতা সেন, দিয়া মির্জার মতো ব্যক্তিত্বরা। এছাড়াও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন টিনসেল টাউনের বহু তারকা-মহাতারকারাও।
এইমুহূর্তে বিপিএস মেডিক্যাল কলেজ ফর ওম্যানে ডাক্তারি পড়ছেন মানুষী। তবে আগামী দিনে তাঁর কেরিয়ার ট্র্যাক কোন পথে এগোয়ে সেদিকে চোখ রয়েছে সকলের। যেহেতু আগামী বছরটা প্রায় পুরোটাই তাঁর এই খেতাব জয়ের সঙ্গে করা বেশ অনেকগুলো প্রতিশ্রুতি পূরণে কেটে যাবে, তাই বোঝা যাচ্ছে না তাঁর ডাক্তারির কোর্স নিয়ে তিনি এইমুহূর্তে কী ভাবছেন। তবে মানুষীর অন্য প্রাক্তণীরা বলিউডে যথেষ্ট ভাল ছাপ রেখেছেন তাঁদের প্রতিভার জোরে। আগামী দিনে সদ্য বিশ্বসুন্দরী খেতাবজয়ী মানুষী কী করেন, সেনিয়েই ভাবনা রয়েছে সকলের। তবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দীপিকা পাড়ুকোন অভিনীত রামলীলার একটি গানের সঙ্গে যথেষ্ট ভাল ভাবে পারফর্ম করতে দেখা গেল মানুষীকে, কারণ তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাসিক্যাল নৃত্যশিল্পীও।সেই পারফরম্যান্সেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন মানুষী। সেই অনুষ্ঠানের ঝলক দেখে বলা যেতেই পারে, বলিউডেও ছাপ ফেলবেন এই তরুণী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
Advertisement