এক্সপ্লোর
‘মম’ ছবিতে কীসের প্রতিশোধ নিচ্ছেন শ্রীদেবী, মেয়ের খুনের, না অপহরণের? সদ্য মুক্তিপ্রাপ্ত এই গান থেকে পাবেন কিছুটা আভাস

মুম্বই: সম্প্রতিই মুক্তি পেয়েছে শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবির দুটি ট্রেলরই। দুটি ট্রেলরেই দেখা গিয়েছে, তাঁর সৎ মেয়ে যে চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলি, তার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ কিছু ঘটনার প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছেন শ্রীদেবী। দর্শকরা দুটি ট্রেলর দেখেই একটি প্রশ্নের উত্তর খুঁজেছেন, সেটার একটা হল তাঁর মেয়ে খুন হয়েছেন? না কি তাকে অপহরণ করা হয়েছে, না তার সঙ্গে আরও ভয়াবহ কিছু ঘটে গেছে। সদ্যই মুক্তি পেয়েছে ‘মম’ ছবির এই গানটি। এই গানটি দেখুন, এখান থেকেই কিছু সূত্র পেতে পারেন দর্শকরা, ঠিক কী ঘটেছে ছবিতে শ্রীদেবীর মেয়ের সঙ্গে
ছবিটি পরিচালনা করেছেন নবাগত রবি উদয়ওয়ার। পর্দায় আসছে আগামী ৭ জুলাই। গানটি দেখে মনে হয়েছে, এরপরই কোনও এক ভয়াবহ আঘাত এসে পড়বে শ্রীদেবীর পরিবারের ওপর। তারপরই নিজের কঠিনমূর্তি ধারণ করবেন শ্রীদেবী তাঁর মেয়েকে সমাজের সমস্ত রকমের নোঙরা নজর থেকে সরিয়ে রাখার জন্যে। গানটি গেয়েছেন সুখবিন্দর সিংহ, লিখেছেন ইরশাদ কামিল, সুর দিয়েছেন সঙ্গীত পরিচালক এ.আর.রহমান। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















