Ileana D'Cruz: পৃথিবীতে আসতে চলেছে প্রথম সন্তান, উচ্ছ্বসিত ইলিয়ানা প্রকাশ্য়ে আনলেন বেবি বাম্পের ছবি
Ileana D'Cruz: কিছুদিন আগেই গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্য়ে এনেছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ।
কলকাতা: কিছুদিন নিজেই ইন্সটাগ্রাম দুটি ছবি পোস্ট করে গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্য়ে এনেছিলেন 'রুস্তম' তারকা। আর এবার কালো পোশাকে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্য়ে আনলেন অভিনেত্রী। এই নিয়ে দ্বিতীয়বার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। ক্যাপশানে লিখলেন 'ইটস অল অব্য়াউট অ্য়াঙ্গেলস'।
এর আগে একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী ক্য়াপশনে লিখেছিলেন 'বাম্প অ্য়ালার্ট'। বন্ধু তামান্না ভাটিয়া, আথিয়া শেঠি, শিবানি দান্দেকার, নার্গিস ফাখরি, মারিয়া গোরেটি তাঁর ছবিতে ভালবাসা প্রকাশ করেছেন।
এর আগে, বাচ্চাদের একটি জামার ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে লেখা ছিল, and so the adventure begins অর্থাৎ শীঘ্রই অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। আর একটি ছবি ইলিয়ানার গলার দেখা যাচ্ছিল, mama লেখা একটি লকেট। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'তোমাকে দেখার অপেক্ষায় আছি আমার ছোট্ট সোনা'।
অভিনেত্রীর এই পোস্টের পরই শুভেচ্ছার বন্য়া বয়ে যায় নেট দুনিয়ায়। ক্য়াটরিনা কাইফ ও ভিকি কৌশলের ফ্য়ান পেজ থেকেও ইলিয়ানাকে শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ইলিয়ানা। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিজে হাসপাতালের বিছানা থেকে সেলফি শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন “আমার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্য়বাদ। সকলের ভালবাসায় আমি আপ্লুত। আর আমি এখন পুরোপুরি ভালো আছি। "
উল্লেখ্য় গতবছর বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে তাঁকে দেখা যাচ্ছিল, ক্যাটরিনা কাইফ ও অন্যান্যদের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাতে। এক ফ্রেমে ধরা দিয়েছিলেন দুই অভিনেত্রী। হঠাৎ ক্যাটরিনার মলদ্বীপ ভ্রমণে ইলিয়ানার আগমন নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাধারণ নেট নাগরিকরা। তাঁরা কমেন্ট বক্স প্রশ্ন তুলেছেন যে, তাহলে কি ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা।
আরও পড়ুন...
শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?
প্রসঙ্গত, বলিউডে বর্তমানে খুব বেশি ছবিতে দেখা যায় না ইলিয়ানা ডিক্রুজকে। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বিগ বুল' ছবিতে। সেই ছবিতে তাঁর পারফরম্যান্স প্রশংসিতও হয়। এর আগে তিনি সম্পর্কে ছিলেন অ্যান্ড্রু নিবোনের সঙ্গে। তবে কিছুসময় পর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বয়ফ্রেন্ড নিবোনের সমস্ত ছবি সরিয়ে দেন তিনি। এরপরই জল্পনা শুরু হয় যে, দুজনের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। ইলিয়ানার এই বয়ফ্রেন্ড ছিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা। দুজনে দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেট করছিলেন। জল্পনা ছড়িয়েছিল যে, তাঁরা গোপনে বিয়েটাও সেরে ফেলেছেন। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইলিয়ানা বলেছিলেন যে, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশি কিছু বলতে নারাজ।