(Source: ECI/ABP News/ABP Majha)
Mouni Roy Marriage: হাতে শাঁখা-পলা, কপালে সিঁদুর, সবুজ পাশ্চাত্য পোশাকে মৌনীর ছবি ভাইরাল
কপালে স্পষ্ট সিঁদুরের আভা, হাতে শাঁখা-পলা, পরণে সবুজ খোলা মেলা পাশ্চাত্য পোশাক। বিয়ের পরে সোশ্যাল মিডিয়ায় মৌনী রায়ের নতুন ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না অনেকেই।
কলকাতা: কপালে স্পষ্ট সিঁদুরের আভা, হাতে শাঁখা-পলা, পরণে সবুজ খোলা মেলা পাশ্চাত্য পোশাক। বিয়ের পরে সোশ্যাল মিডিয়ায় মৌনী রায়ের নতুন ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না অনেকেই। পাশেই দাঁড়িয়ে তাঁর প্রিয় বন্ধু, মন্দিরা বেদী, ছবি ভাগ করে নিয়েছেন তিনিই।
আপাতত গোয়াতেই রয়েছেন মৌনী ও তাঁর বন্ধুরা। গতকালই সাত পাকে বাঁধা পড়েছেন মৌনী। সেই রেশ রেখেই মৌনীর হাতে দেখা মিলল শাঁখা পলার। কপালে রইল সিঁদুরও। কালো সানগ্লাসে চোখ ঢেকে সমুদ্রতটে অপরূপা মৌনী। এই ছবি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আজ সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন মৌনী। সেখানে ধরা পরে বাঙালি বিয়ের সাজে প্রাণবন্ত মৌনীর ঝলক। সেখানে ধরা পড়ল বিয়ের বিভিন্ন ঝলক। সেখানে দেখা গেল বিয়ের বিভিন্ন রীতি রেওয়াজ হাসিমুখে পালন করছেন সূর্য-মৌনী। মৌনীর গালে চুম্বন করতেও দেখা গেল সূর্যকে।
সকালে দক্ষিণী মতে বিয়ে আর রাতে বাঙালি। রাতে ফের বাঙালি মতে সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মৌনী রায়। পান পাতায় মুখ ঢেকে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হল মালাবদল, সিঁদুরদান।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের সকালের বেশ কিছু অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন মৌনী। সাদা শাড়ি লাল পাড় আর ভারি গয়নায় সেজেছিলেন মৌনী। যেখানে বলিউডে ডিজাইনার সব্যসাচীর পোশাক পরার চল রয়েছে, সেখানে সবার উল্টো পথে হেঁটে মৌনী বিয়ের সকালের জন্য সাবেক শাড়ি বেছে নিয়েছিলেন।
আরও পড়ুন: লাল বেনারসিতে 'শান্তিপ্রিয়া' ঋতাভরী, 'ওম শান্তি ওম'-এর সংলাপ বলে খুনসুটি অভিনেত্রীর
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মৌনী লেখেন, 'অবশেষে আমি তাকে পেলাম। হাতে হাত, পরিবার আর বন্ধুরা সবাই আমাদের আশীর্বাদ করলেন। আমরা আবার বিবাহিত হলাম। তোমাদের সবার ভালোবাসা চাই। সূর্য ও মৌনী।'
বিয়ের আগের দিন মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় সূর্যের সঙ্গে প্রথম ছবি ভাগ করে নিয়েছিলেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় সূর্ষের সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন মৌনী। সেখানে দেখা যাচ্ছে লাল ওড়নায় নিজেকে মুড়ে নিয়েছেন মৌনী। সালোয়ার কামিজের রঙও লাল। হাসি মুখে দুহাতে জড়িয়ে ধরে রয়েছেন সূর্য নাম্বিয়াকে। হাসি উপচে পড়ছে হবু বরের মুখেও। তিনিও ধরে রয়েছেন মৌনীকে। ক্যাপশানে মৌনী লিখেছেন, 'সবকিছু। হরি ওম। ওং নমঃ শিবায়।'