Kinjal Birthday: 'তুমি আমার, এই কথা বলতে পেরে গর্বিত', কিঞ্জলের জন্মদিনে আবেগঘন বার্তা স্ত্রী নম্রতার
Kinjal Nanda Birthday: সোশ্যাল মিডিয়ায় কিঞ্জলের ৪টি ছবির কোলাজ শেয়ার করে নিয়েছেন নম্রতা। একটি কিঞ্জল ও নম্রতার বিয়ের ছবি। অপরটি সন্তানকে কোলে নিয়ে কিঞ্জলের ছবি বাবা হওয়ার পরে।
কলকাতা: তিনি দ্রোহে আছেন, প্রতিবাদে আছেন.. আছেন চিকিৎসায়, কাজে। আজ গতকাল ছিল তাঁর জন্মদিন। সেই দিনটাও তাঁর কেটেছে প্রতিবাদেই। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্ত্রী নম্রতা ভট্টাচার্য্য। নম্রতা নিজেও একজন চিকিৎসক। কিঞ্জলের পাশাপাশি তিনিও সমানে রয়েছেন আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ আন্দোলনে। কাঁধে কাঁধ মিলিয়ে। আর জন্মদিনের শুভেচ্ছাতেও যেন মিশে রইল দ্রোহ, প্রতিবাদের ভাষা।
সোশ্যাল মিডিয়ায় কিঞ্জলের ৪টি ছবির কোলাজ শেয়ার করে নিয়েছেন নম্রতা। একটি কিঞ্জল ও নম্রতার বিয়ের ছবি। অপরটি সন্তানকে কোলে নিয়ে কিঞ্জলের ছবি বাবা হওয়ার পরে। বাকি দুটি ছবি সাদা কালো। একটি প্রতিবাদের, দ্রোহের। অপরটি যখন কিঞ্জল চিকিৎসা করছেন সেই সময়ের ছবি। কিঞ্জল চিকিৎসক তো বটেই, পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে। কিঞ্জল অভিনেতাও। একাধিক ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন কিঞ্জল। সামনেই মুক্তি পাবে তাঁর অপর ছবি 'দেবী চৌধুরাণী'। তবে এই সময়ে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত নন তিনি। এখন তাঁর গোটা সময় জুড়েই রয়েছে দ্রোহ, প্রতিবাদ আর চিকিৎসার কাজ।
সোশ্যাল মিডিয়ায় কিঞ্জলের ছবি শেয়ার করে নম্রতা লিখেছেন, 'ভগবান ভীষণ দয়ালু, তিনি আজকের দিনে তোমার মতো একটা মানুষকে পৃথিবীকে উপহার দিয়েছিলেন। আমি ভীষণ সৌভাগ্যবতী যে আমি তোমার আর আমি বলতে পারি, তুমি আমার। শুভ জন্মদিন বিপ্লবী'। সোশ্যাল মিডিয়ায় নম্রতার এই পোস্ট শেয়ার করে কিঞ্জল লিখেছেন, 'আমার শক্তি, আমার ভরসা, আমার ভালোবাসা,আমার সবকিছু…..পৃথিবী'। সোশ্যাল মিডিয়ায় নম্রতার এই পোস্টে কিঞ্জলের জন্য শুভেচ্ছার ঢল। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই চিকিৎসক অভিনেতাকে। তবে জন্মদিনে উদযাপন নয়, তাঁর জন্মদিন কেটেছে দ্রোহে, বিপ্লবে।
অন্যদিকে, আজ অনশনের ১৭ দিন, সংঘাতের মধ্যেই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। অনশন না তুলেই বৈঠকে যাওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের। গতকালই মুখ্যসচিবকে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। ফের একবার ১০ দফা দাবির কথা জানিয়ে ইমেল আন্দোলনকারীদের। নবান্নে সরকারের সঙ্গে বৈঠকে যোগ দেবেন আন্দোলনকারীদের ১০ জন। অনশনের ১৭ দিনে ফের বৈঠকে দু'পক্ষ, কাটবে জট? এই প্রশ্নই এখন সবার মনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।