(Source: ECI/ABP News/ABP Majha)
National Film Awards 2023: জাতীয় পুরস্কারে সেরা ছবির শিরোপা পেল মাধবন অভিনীত ও পরিচালিত 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট'
69th National Film Awards Live: এই বছর ৬৯তম বর্ষে পা দিল এই আয়োজন। মায়ানগরী থেকে শুরু করে গোটা দেশেরই নজর থাকে এই অনুষ্ঠানের ওপর। দিল্লি থেকে ঘোষিত হল পুরস্কৃতদের তালিকা।
নয়াদিল্লি: ভারতীয় চলচ্চিত্রের সেরা সম্মান জাতীয় পুরস্কার (National Film Award)। বৃহস্পতিবার ঘোষণা হল '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার' অনুষ্ঠানের বিজয়ীদের নাম। তাতে সেরা ফিচার ফিল্ম বিভাগে (Feature Film) সেরার শিরোপা পেল 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট' (Rocketry: The Nambi Effect)। আর মাধবন (R Madhavan) পরিচালিত ও অভিনীত এই ছবি ছিনিয়ে নিল সেরার শিরোপা।
সেরা ছবির তকমা পেল 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট'
প্রথম ছবিতেই বাজিমাত! অভিনেতা আর মাধবন 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট' ছবির হাত ধরেই পা রাখেন পরিচালনার জগতে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ও করেন তিনিই।
'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট' একটি জীবনীমূলক ড্রামা ঘরানার ছবি। ছবির অভিনেতা, পরিচালক ও প্রযোজক সবটাই মাধবন স্বয়ং। ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি, যাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে এবং পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। এই নাম ভূমিকাতেই অভিনয় করেন মাধবন।
২০২২ সালের 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ ১৯ মে, প্রদর্শিত হয় এই ছবি। ভারতে ছবিটি মুক্তি পায় ১ জুলাই, ২০২২। 'রকেটরি' ছবিটি সমালোচক ও দর্শক সকলেই খুব ভাল ভাবে গ্রহণ করেন। এই ছবিটি তৈরি হয়েছিল ৬০ কোটি টাকা বাজেটে। বক্স অফিসে ছবিটি আয় করে ১৫০ কোটি টাকা।
'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট' একইসঙ্গে শ্যুট করা হয়েছিল তামিল, হিন্দি ও ইংরেজি ভাষায়। এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল শাহরুখ খান ও সূরিয়াকে। এঅ ছবির পরিচালনা, গবেষণা, পারফর্ম্যান্স ও চিত্রনাট্যের প্রশংসা করেন সকল সমালোচক।
পুরস্কৃতদের তালিকায় স্থান করে নিয়েছে আরও একাধিক হিন্দি ছবি। তার মধ্যে অন্যতম সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর 'শেরশাহ', ভিকি কৌশলের 'সর্দার উধম', আলিয়া ভট্টের 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', কৃতী শ্যানন অভিনীত 'মিমি'।
আজ বিকেলে সরাসরি সম্প্রচারিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসব (National Film Awards 2023 Live) অনুষ্ঠান। পিআইবি ইন্ডিয়ার ফেসবুক পেজ (PIB India’s Facebook Page) ও পিআইবি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল (YouTube channel) থেকে সরাসরি দেখা যায় এই অনুষ্ঠান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial