এক্সপ্লোর
Advertisement
বলিউডেও গায়ের রঙ দেখে কাজ দেওয়া হয়! নওয়াজের টুইট ঘিরে বিতর্ক
মুম্বই: বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বক্স অফিস তাঁর অভিনয় প্রতিভা, ক্ষমতা দেখেছে 'পান সিংহ তোমার', 'তিন', 'পিপলি লাইভ', 'গ্যাংস অফ ওয়াসিপুর', 'দ্য লাঞ্চবক্স', 'তালাশ', 'হারামখোর', 'মাঝি দ্য মাউন্টেইন ম্যান', 'বদলাপুর', 'কাহানি' এবং 'রইস'-এর মতো একাধিক ছবিতে। প্রসঙ্গত, নওয়াজউদ্দিনের ছবি সম্পর্কে, সেখানে তাঁর অভিনয় প্রসঙ্গে যতটা বলা যায়, ততটাও কম। বলিউডে তাঁর মতো এমন বহুমুখী প্রতিভা খুব কম অভিনেতারই আছে। কিন্তু আজও তাঁকে নিজেকে প্রমাণ করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হচ্ছে। অন্তত নওয়াজের করা এক টুইটে তেমনই ইঙ্গিত রয়েছে।
৪৩ বছরের অভিনেতার গায়ের রঙ এবং তাঁকে দেখতে বলিউডের নায়ক হতে গেলে যা লাগে, সেই বাধা ধরা নিয়মের বাইরে। তাই অভিনেতার করা এই টুইট ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। মনে করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আজও বর্ণবৈষম্য মারাত্মক মাত্রায় রয়েছে, আর তার শিকার তিনি নিজেই। তিনি লিখেছেন, ‘আমাকে আজ বুঝিয়ে দেওয়া হল তিনি ফর্সা, সুন্দরের সঙ্গে জুটি বাঁধতে পারেন না। কারণ, তাঁর গায়ের চামড়ার রঙ গাঢ় এবং তিনি দেখতেও তথাকথিত সুন্দর নন’। তবে নিজের লুককে, নিজের প্রতিভার চেয়ে বেশি গুরুত্ব তিনি কখনওই দেননি, আগামীদিনেও দেবেন না বলে মন্তব্য করেন। তবে এমন কথা তিনি কেন বললেন, সেপ্রসঙ্গে আর বিস্তারিত কিছু নওয়াজ লেখেননি তাঁর টুইটারে। তবে গতবছরই এক সাক্ষাত্কারে নওয়াজ বলেছিলেন, এই ইন্ডাস্ট্রিতে চেহারার চেয়ে বেশি গুরুত্ব এখন প্রতিভাকে দেওয়া হয়। তিনি একথাও বলেন, এখানে কোনও ধরনের বর্ণবৈষম্যের অস্তিত্ব নেই। তবে সময় বোধহয় অন্য কিছুই প্রমাণ দিল নওয়াজকে।Thank U 4 making me realise dat I cannot b paired along wid d fair & handsome bcz I m dark & not good looking, but I never focus on that.
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) July 17, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement