Aaliya Siddiqui: 'আমার ভাল থাকার অধিকার নেই?' সোশ্যাল মিডিয়ায় 'বন্ধু'র সঙ্গে ছবি পোস্ট নওয়াজ-পত্নী আলিয়ার
Aaliya Siddiqui Post: সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক বন্ধুর সঙ্গে সেলফি পোস্ট করেন আলিয়া সিদ্দিকি। ক্যাপশনে লেখেন, 'যে সম্পর্ককে আমি সযত্নে রেখেছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে ১৯ বছর সময় লেগেছে।'
![Aaliya Siddiqui: 'আমার ভাল থাকার অধিকার নেই?' সোশ্যাল মিডিয়ায় 'বন্ধু'র সঙ্গে ছবি পোস্ট নওয়াজ-পত্নী আলিয়ার Nawazuddin Siddiqui Wife Aaliya Shares Pic With special Friend with a note Aaliya Siddiqui: 'আমার ভাল থাকার অধিকার নেই?' সোশ্যাল মিডিয়ায় 'বন্ধু'র সঙ্গে ছবি পোস্ট নওয়াজ-পত্নী আলিয়ার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/06/c4bef6fb5e8059475907e0af9bd419941686033112514229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) 'প্রাক্তন' স্ত্রী আলিয়া সিদ্দিকির (Aaliya Siddiqui) শেষ ইনস্টাগ্রাম পোস্ট ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। সোমবার তাঁর ইনস্টা পরিবারের (Instafam) সঙ্গে তিনি আলাপ করালেন নিজের এক বন্ধুর। বেশ কয়েক মাস ধরেই শিরোনামে রয়েছেন নওয়াজউদ্দিন ও আলিয়া। এরই মাঝে আলিয়ার পোস্ট তৈরি হয়েছে জল্পনা? তাহলে কি প্রেমে পড়লেন তিনি?
'আমার কি ভাল থাকার অধিকার নেই'?
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক বন্ধুর সঙ্গে সেলফি পোস্ট করেন আলিয়া সিদ্দিকি। ক্যাপশনে লেখেন, 'যে সম্পর্ককে আমি সযত্নে রেখেছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে ১৯ বছর সময় লেগেছে। কিন্তু আমার জীবনে আমার সন্তানদেরই অগ্রাধিকার, সবসময় তাই ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে।' এরইসঙ্গে তিনি আরও লেখেন, 'যদিও, কিছু সম্পর্ক থাকে যেগুলো এসবের থেকে বড় এবং যেগুলো বন্ধুত্বের ঊর্ধ্বে, এবং এই সম্পর্কটা তেমনই একটি সম্পর্ক এবং এটা নিয়ে আমি অত্যন্ত খুশিও তাই আপনাদের সকলের সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিচ্ছি। আমার কি ভাল থাকার অধিকার নেই?'
View this post on Instagram
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেও খবরের শিরোনামে ছিলেন আলিয়া সিদ্দিকি। কারণ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে তাঁর একগুচ্ছ অভিযোগ। শুধু অভিনেতাই নন, তাঁর পরিবারের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ আনেন তিনি। চলতি বছরের মার্চ মাসে আলিয়া দাবি করেন, নওয়াজের বাড়ি থেকে দুই সন্তান সহ তাঁকে বের করে দেওয়া হয়েছে রাত্রিবেলা, তাও জোর করে। এর আগে এই দম্পতিকে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করে নেওয়ার সুপারিশ দেয় বম্বে হাইকোর্ট।
আরও পড়ুন: Most Expensive Honey: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?
তাঁদের দুই সন্তান। ১২ বছরের মেয়ে শোরা ও ৭ বছরের ছেলে ইয়ানি। নওয়াজের বিরুদ্ধে সন্তানদের পরিত্যাগ করার অভিযোগও আনেন আলিয়া। অন্যদিকে নওয়াজ দাবি করেন, তাঁকে না জানিয়েই দুবাই থেকে ছেলেমেয়েকে ভারতে নিয়ে আসেন আলিয়া। যার ফলে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলেও জানান অভিনেতা।
আপাতত তাঁরা উভয়েই সমঝোতায় পৌঁছেছেন। নওয়াজের বিরুদ্ধে করা একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়েও নিয়েছেন আলিয়া। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁদের, এখন বাকিটা সময়ের অপেক্ষা, এমনটাই তাঁরা জানিয়েছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)