এক্সপ্লোর
ভাবী স্ত্রীর জন্য করওয়া চৌথ-এ উপোস করবেন নীল নিতিন মুকেশ

মুম্বই: আজ করওয়া চৌথ। স্বামী বা প্রেমিকের মঙ্গল কামনায় এই দিনটিতে উপবাস থেকে বেশ কিছু আচার অনুষ্ঠান পালন করেন মেয়েরা। কিন্তু এবার ভাবী স্ত্রীর জন্য তাঁর সঙ্গে করওয়া চৌথ পালন করবেন অভিনেতা নীল নিতিন মুকেশ। শুধু তাই নয়, থাকবেন উপবাসেও। নীল জানিয়েছেন, তাঁর প্রেমিকা রুক্মিনী সাহয়ের জন্য এবার উপোস করবেন তিনি। আরও বলেন, রুক্মিনী ঐতিহ্য রীতি নীতি মেনে চলেন। তিনিও সাধ্যমতো তাঁকে সাহায্য করেন। প্রসঙ্গত, এ বছরই বাগদান হয়ে গিয়েছে নীল ও রুক্মিনীর। আগামী বছরই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। জানা গিয়েছে, নীলের দক্ষিণ মুম্বইয়ের বাড়িতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। প্রেমিকার জন্য উপহারও কিনে রেখেছেন তিনি। একজোড়া কুন্দনের বালা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















