এক্সপ্লোর
Advertisement
‘ধড়ক’-এর মাধ্যমে অভিষেক জাহ্নবি ও ইশান্তের, স্বজনপোষন বিতর্কে ট্রোলড কর্ণ জোহর
নয়াদিল্লি: ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে শ্রীদেবীর মেয়ে জাহ্নবি কপূর ও শাহিদ কপূরের ভাই ইশান্ত খট্টরের। গতকালই এই সিনেমার কয়েকটি পোস্টার প্রকাশ করা হয়েছিল। এদিন আরও কয়েকটি পোস্টার প্রকাশিত হয়েছে।
বলিউডের বিশিষ্ট পরিচালক কর্ণ জোহর এই সব পোস্টারগুলি ট্যুইটের মাধ্যেমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
#धड़क starring Janhvi & Ishaan 6th July 2018 @ShashankKhaitan @apoorvamehta18 @ZeeStudios_ pic.twitter.com/tZ75FwqraM
— Karan Johar (@karanjohar) November 16, 2017
‘ধড়ক’ সিনেমার পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। এই দুই তারকা-সন্তানকে লঞ্চ করছেন কর্ণ জোহর। এর আগে তিনি আলিয়া ভট্ট ও বরুণ ধবনকেও ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর মাধ্যমে লঞ্চ করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্টারগুলির প্রশংসা করছেন ইউজারদের একাংশ। এর পাশাপাশি, বলিউডে স্বজনপোষন বিতর্ক ফের উস্কে দিয়েছে এই পোস্টারগুলি। ইউজারদের অনেকে এ নিয়ে কর্ণ জোহরকে নিশানা করেছেন। আসলে, এই স্বজনপোষনের বিতর্ক প্রথমে জোহরই শুরু করেছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।
একজন মন্তব্য করেছেন, আশা করা যায়, ‘এই নতুন অভিনেতা-অভিনেত্রীরা ঠিকঠাক অভিনয়টা করবেন, যাতে পরিবারতন্ত্রের প্রতি আপনার নিষ্ঠা সঠিক প্রমাণিত হয়’।
একজন জানতে চেয়েছেন, ‘আপনি কতদিন এই তারকা-সন্তানদের প্রোমোট করবেন’?
এক ইউজারের তীব্র কটাক্ষ, ‘কোটি কোটি জনসংখ্যার এই দেশে এই ব্যক্তি শুধু সিনেমা পরিবারের সন্তানদের মধ্যেই গুণাবলী দেখতে পান। কর্ণ জোহর তো সিনেমাকে পারিবারিক ব্যবসা তৈরি করে ফেলেছেন’।
উল্লেখ্য, আগামী বছরের ৬ জুলাই ‘ধড়ক’ সিনেমা মুক্তি পাবে। বিগত বেশ কিছুদিন ধরেই জাহ্নবির সিনেমায় নামার জল্পনা চলছে। এই সিনেমা একটি মরাঠি ব্লকবাস্টারের রিমেক। মরাঠি সিনেমাতেও নয়া শিল্পীদের লঞ্চ করা হয়েছিল। এখন দেখার ‘ধড়ক’ বলিউডে কতটা সাফল্য পায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement