Farhan-Shibani Post Marriage: বিয়ের পর প্রথম জনসমক্ষে ফারহান-শিবানী, বিতরণ করলেন মিষ্টি
Farhan-Shibani Post Marriage: ছেলের বিয়েতে উপস্থিত অতিথিদের কবিতা পাঠ করে শোনান জাভেদ আখতার। জানা যাচ্ছে, এই বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ কবিতা লিখেছেন তিনি।
মুম্বই: গত শনিবারই বিয়ে সেরেছেন অভিনেতা পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) ও শিবানী দান্ডেকর (Shibani Dandekar)। বিয়ের পর আজ তাঁরা প্রথম এলেন জনসমক্ষে। মিডিয়ার জন্য দাঁড়িয়ে ছবিও তুললেন।
বিয়ের পর প্রথম ছবির জন্য একসঙ্গে পোজ দিলেন তারকা জুটি। একইসঙ্গে বিয়ে উপলক্ষ্যে পাপারাৎজি ও অন্যান্য কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণও করেন।
হালকা গোলাপী এমব্রয়ডারি করা শাড়ির সঙ্গে ভারী হিরের গয়নায় বেশ মানিয়েছিল শিবানীকে। অন্যদিকে একই রঙের সিল্ক কুর্তা ও জ্যাকেটে দুর্দান্ত দেখাচ্ছিল ফারহানকে। এদিন সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'লেটস গো' বলে স্টোরি দেন শিবানী। সেখানে তাঁর সাজপর্ব চলছিল বলে বোঝা যাচ্ছে।
প্রসঙ্গত, ছেলের বিয়েতে উপস্থিত অতিথিদের কবিতা পাঠ করে শোনান জাভেদ আখতার (Javed Akhtar)। জানা যাচ্ছে, এই বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ কবিতা লিখেছেন তিনি। সদ্য বিবাহিত দম্পতির জন্য সঙ্গীত পরিবেশন করেন শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan)। ফারহান আখতারের পরিচালনায় আত্মপ্রকাশ হয় 'দিল চাহতা হ্যায়' ছবি দিয়ে। সেই ছবিরই টাইটেল ট্র্যাক এদিন শোনান শঙ্কর মহাদেবন। ফারহান-শিবানীর বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকারাও।
আরও পড়ুন: Lock Upp Contestant: 'বন্দি' টেলি অভিনেত্রী নিশা রাওয়াল, আসছে কঙ্গনার 'লক আপ'
'জিন্দেগি না মিলেগি দোবারা'র সহ-অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan) এসেছিলেন মা-বাবার সঙ্গে। উপস্থিত ছিলেন ত্রয়ী সঙ্গীত পরিচালক শঙ্কর-এহসান-লয়। কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খানও (Farah Khan) হাজির ছিলেন। পরিচালক, রাকেশ ওমপ্রকাশ মেহরা, আশুতোষ গোয়াড়িকর, ফারহান আখতারের বিজনেস পার্টনার ও এক্সেল এন্টারটেনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা রীতেশ সিদওয়ানি এসেছিলেন। ফারহান-শিবানীর ঘনিষ্ঠ বন্ধু রিয়া চক্রবর্তী এসেছিলেন তাঁর ভাই শৌভিকের সঙ্গে। বিয়ের একদিন আগেই শিবানী দান্ডেকরের দিদি অনুশা 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবির জনপ্রিয় গান 'মেহেন্দি লগা কে রাখনা' গানে পারফর্ম করেন।