Karan-Drisha: হিমাচল প্রদেশ পাড়ি নবদম্পতি কর্ণ-দৃশার, মানালির গ্রামে ভোজের আয়োজন সানি দেওলের
Sunny Deol: মানালির দাশাল গ্রামে সানি দেওল পৌঁছন নবদম্পতির সঙ্গে। সেখানেই 'ধাম' অর্থাৎ হিমাচল প্রদেশের ভাষায় বিয়ের পর খাওয়া দাওয়ার আয়োজন করেন সানি দেওল।
![Karan-Drisha: হিমাচল প্রদেশ পাড়ি নবদম্পতি কর্ণ-দৃশার, মানালির গ্রামে ভোজের আয়োজন সানি দেওলের Newlyweds Karan Deol And Drisha Acharya Reach A Village In Himachal Pradesh Sunny Deol Throws A Reception Party Karan-Drisha: হিমাচল প্রদেশ পাড়ি নবদম্পতি কর্ণ-দৃশার, মানালির গ্রামে ভোজের আয়োজন সানি দেওলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/067cd3732c01118dd28f8ea2a0c9e9c81687511046263229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা সানি দেওলের (Sunny Deol) ছেলে কর্ণ দেওল (Karan Deol)। দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যকে (Drisha Acharya) বিয়ে করেন তিনি। ঝাঁ চকচকে বিয়ের অনুষ্ঠানের পর, সেই সন্ধ্যায় হয় রিসেপশন পার্টি (Reception Party)। হাজির ছিলেন বলিউডের একাধিক তাবড় তারকা। সূত্রের খবর, এখন দম্পতি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মানালিতে (Manali) মধুচন্দ্রিমায় গিয়েছেন। সেখানেই, এক গ্রামে গতরাতে সানি দেওল ছেলে ও পুত্রবধূর জন্য রিসেপশন পার্টির আয়োজন করেন।
মানালিতে কর্ণ ও দৃশার রিসেপশন পার্টি
মানালির দাশাল গ্রামে কর্ণ দেওল ও দৃশা আচার্যের জন্য রিসেপশন পার্টির আয়োজন করলেন সানি দেওল। সূত্রের খবর, অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় বাসিন্দাদেরও।
মানালির দাশাল গ্রামে সানি দেওল পৌঁছন নবদম্পতির সঙ্গে। সেখানেই 'ধাম' অর্থাৎ হিমাচল প্রদেশের ভাষায় বিয়ের পর খাওয়া দাওয়ার আয়োজন করেন সানি দেওল। তাঁদের মানালি ট্রিপের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন কর্ণ দেওল।
প্রথম ছবিতে মানালির দুর্ধর্ষ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মেঘ, পাহাড় আর সবুজের মিশেল নজর কাড়বে। একটি ছবিতে তিন সারমেয়র সঙ্গে অবসর কাটাতে দেখা যাচ্ছে কর্ণকে। অপর একটি ভিডিওয় তাঁকে ফুটবল খেলতেও দেখা গেল।
প্রসঙ্গত, গত ১৮ জুন চার হাত এক হয় কর্ণ দেওল ও দৃশা আচার্যের। সোশ্যল মিডিয়ায় বিয়ের ছবি ভাগ করে নেন নবদম্পতি থেকে শুরু করে পরিবারের অনেকেই। পাঞ্জাবি রীতি মেনে পালন হল বিয়ের যাবতীয় অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে কর্ণ লেখেন, 'তুমি আমার আজ ও আগামীকালে থাকবে। আমাদের জীবনের এটা একটা সুন্দর শুরু। যাঁদের ভালবাসা, আশীর্বাদ আমাদের ঘিরে রয়েছে, তাঁদের অনেক অনেক ধন্যবাদ আর শ্রদ্ধা।'
আরও পড়ুন: Hair Care: আপনি কি চুল পড়ার সমস্য়ায় জর্জরিত? পাতে রাখুন এই খাবারগুলি
সঙ্গীত ও যাবতীয় রীতিনীতি মেনেই দীর্ঘদিনের বান্ধবী দৃশাকে বিয়ে করেছেন কর্ণ। অন্যদিকে, দৃশার সঙ্গেও যোগ রয়েছে রুপোলি পর্দার। পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী তিনি। বিয়ের দিনের জন্য একটি অফ হোয়াইটের ওপর সোনালি জরি ও সুতোর কাজ করা শেরওয়ানি বেছেছিলেন কর্ণ। অন্যদিকে নববধূ দৃশা পরেছিলেন সাবেকি লাল লেহঙ্গা। হাতের হালকা ডিজাইনের মেহেন্দির সঙ্গে গলা ভরা চোকার পরেছিলেন তিনি। কপালে ছিল ভারি টিকলি। কানে মানানসই দুল ও হাতের চূড়ায় অপূর্ব দেখাচ্ছিল দৃশাকে। সোশ্যাল মিডিয়ায় বিবাহের ছবি শেয়ার করেন তিনিও।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)