এক্সপ্লোর
Advertisement
প্রিয়ঙ্কা ও নিক বিয়েতে বিয়ার কম পড়ে গিয়েছিল, নিজের বিয়েতে এই ভুল করতে চান না জো জোনাস
অভিনেত্রী তথা প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়ঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ে হয়েছিল রাজস্থানের জোধপুরে। আর এই বিয়ে সংবাদমাধ্যম ও অনুরাগী মহলে বেশ নজর কেড়েছিল।
মুম্বই: অভিনেত্রী তথা প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়ঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ে হয়েছিল রাজস্থানের জোধপুরে। আর এই বিয়ে সংবাদমাধ্যম ও অনুরাগী মহলে বেশ নজর কেড়েছিল। এবার নিকের দাদা জো জোনাস খুব শীঘ্রই তাঁর বাগদত্তা সোফি টার্নারকে বিয়ে করছেন। জো-ও নিকের মতোই গায়ক। তিনি এখন গেম অফ থ্রোনস অভিনেত্রী সোফির সঙ্গে বিয়ের প্রস্তুতির পরিকল্পনা করছেন। আর এই প্রস্তুতি সম্পর্কে জো বলেছেন, আর যাই হোক, খুব বেশি করা বিয়ার রাখতে হবে।
আসলে ভাই নিক ও প্রিয়ঙ্কার বিয়েতে বিয়ার কম পড়ে গিয়েছিল। জো এই পরিস্থিতির মুখোমুখি একেবারেই হতে চান না। জো বলেছেন, আমরা ফ্রান্সে বিয়ে করছি। তাই অনেক বেশি কুর্স লাইট (বিয়ারের একটা ব্র্যান্ড) থাকাটা জরুরি। যদিও এটা যোগাড় করা আদৌ মুশকিল নয়। কিন্তু আমি আগে থেকেই নিশ্চিত হতে চাই।View this post on Instagram
একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুসারে, নিক ও প্রিয়ঙ্কার বিয়েতে অতিথিরা যে এত বিয়ার খাবেন, তা তাঁরা অনুমান করতে পারেননি। নিক বলেছেন, আমার বিয়েতে জানতে পেরেছি যে, আমাদের বন্ধুরা প্রচুর বিয়ার পান করে। আমার বিয়েতে বিয়ার কম পড়ে যাওয়াটা বেশ বড় একটা বিষয় হয়ে উঠেছিল।View this post on InstagramThe #Jsisters are finally together!! @daniellejonas @sophiet ❤️😍🎉🙌🏽
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement