এক্সপ্লোর
Advertisement
দেখুন: ‘দিলবর’ গানের তালে বরুণ ধবন ও নোরা ফতেহির নাচের 'লড়াই'
মুম্বই:‘স্ট্রিট ড্যান্সার ৩ ডি’সিনেমায় একসঙ্গে দেখা যাবে বরুণ ধবন ও নোরা ফতেহিকে। আগামী সিনেমার সহ অভিনেত্রী নোরার হিট গান ‘দিলবর’-র তালে নাচলেন বরুণ। আসলে এই গানের তালে নোরার সঙ্গে নাচের লড়াইতে মাতলেন তিনি।
তাঁদের নাচের এই লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দিলবর গানের তালে বরুণ ও নোরাকে নাচতে দেখা গিয়েছে। উল্লেখ্য, জন আব্রাহাম অভিনীত ২০১৮-র ‘সত্যমেব জয়তে’ সিনেমায় এই গানে দেখা গিয়েছিল নোরাকে।
দিলবর ১৯৯৯-এর ‘সির্ফ তুম’ সিনেমার গানের রিমেক।
ভিডিও-র শুরুতে নোরাকে বেলি ড্যান্স করতে দেখা যায়। এরপর বরুণ এসে নোরার সঙ্গে নাচের লড়াইয়ে নিজস্ব ছন্দে নাচতে শুরু করেন।
এর আগে বরুণ ও নোরার এমনই একটি ভিডিও সামনে এসেছিল। এই ভিডিও বরুণ শেয়ার করেছিলেন। ওই ভিডিওতে নোরাকে তাঁর এক সঙ্গী সঙ্গে বরুণকে নাচের চ্যালেঞ্জ দিতে দেখা গিয়েছিল। বরুণ নিজের মতো করে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। বরুণ সম্প্রতি ‘স্ট্রিট ড্যান্সার ৩ ডি’-র শ্যুটিং শেষ করেছেন। এটি একটি ড্যান্স ড্রাম। পরিচালক রেমো ডিসুজা। সিনেমায় শ্রদ্ধা কপূর, প্রভুদেবা ও অপারশক্তি খুরানাকেও দেখা যাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement