Nora Fatehi: মাথায় গুরুতর চোট, নোরা ফতেহির গাড়ি দুর্ঘটনা! ঠিক কী হয়েছিল, নিজেই জানালেন নায়িকা
Nora Fatehi Accident: নোরা ফতেহি সদ্য়ই জানিয়েছেন, একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে তাঁর সঙ্গে

কলকাতা: পথ দুর্ঘটনায় আক্রান্ত অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। অভিযোগ, মত্ত অবস্থায় একটি গাড়ির চালক নোরা ফতেহির গাড়িকে ধাক্কা মারে। নোরা ফতেহি একটি শো-তে অংশ নিতে যাচ্ছিলেন নোরা। সেখানে যাওয়ার পথেই তিনি আক্রান্ত হন। জানা যাচ্ছে, মাথায় তীব্র আঘাত পান নোরা, মাথায় সিটি স্ক্যান করা হয় তাঁর। তবে আঘাত গুরুতর নয় বুঝতে পেরেই তাঁকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার অনুমতি দেওয়া হয়। তিনি যোগ দেন শো-এ। মুম্বইয়ে আয়োজিত Sunburn Festival-এ অনুষ্ঠান ছিল আমেরিকার ডিজে ডেভিড গেটার। সেখানে পারফর্ম করার কথা নোরার। তাঁর দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। অবশেষে মুখ খুললেন নোরা ফতেহি, জানালেন কেমন আছেন তিনি?
নোরা ফতেহি সদ্য়ই জানিয়েছেন, একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে তাঁর সঙ্গে। মদ্যপ অবস্থায় এসে একটি গাড়ি ধাক্কা মারে নোরার গাড়িতে। প্রবল ঝাঁকুনিতে মাথায় গুরুতর চোট রাখে তাঁর। দুর্ঘটনার সময় প্রবল ঝাঁকুনি হয় এর ফলে গাড়ির দরজায় তাঁর মাথা জোরে ঠুকে যায়। নোরা বলছেন, 'সবচেয়ে বড় খবর, আমি বেঁচে আছি এবং ঠিক আছি। সামান্য কিছু আঘাত লেগেছে। কপাল ফুলে রয়েছে। আমি ঠিক আছি আপাতত, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোকে আমি হিংসা করি। আমি মদ্যপানকে ঘৃণা করি।'
নোরা ফতেহি আরও বলেন, 'আমি মদ, ড্রাগস, গাঁজার মতো যে কোনও নেশার চরম বিরোধী। এটা আপনারে শারীরিক আর মানসিকভাবে এমন জায়গায় নিয়ে যায়, সেটা আপনি বুঝতেই পারেন না। আমি কখনও কোনও নেশার প্রচার করি না। এত বছর ধরে আমায় এই একই কথা বলে যেতে হচ্ছে। মদ্যপান করে গাড়ি চালানো একেবারেই উচিত নয়।'
মুম্বইয়ে আয়োজিত Sunburn Festival-এ অনুষ্ঠান ছিল আমেরিকার ডিজে ডেভিড গেটার। সেখানে পারফর্ম করার কথা নোরারও। সেই মতোই একটি মার্সিডিজ গাড়িতে চেপে রওনা দেন নায়িকা। কিন্তু বিকেল ৪টে নাগাদ অন্ধেরী ওয়েস্টের লিঙ্ক রোডে দুর্ঘটনার শিকার হন তিনি। মত্ত অবস্থায় একজন তাঁর গাড়িতে ধাক্কা মারে বলে খবর। বাঁ দিক থেকে একটি গাড়ি ধাক্কা মারে নোরার গাড়িতে। দুর্ঘটনার তীব্রতায় নোরার গাড়িটি এর পর ডিভাইডারে ধাক্কা খায়। মারাত্মক কিছু না ঘটলেও নোরা মাথায় চোট পান। (Bollywood News)
সঙ্গে সঙ্গে নোরাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান হয় তাঁর। তাতে দেখা যায়, মাথায় চোট লাগলেও হ্যামরেজ হয়নি, মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণের ইঙ্গিত মেলেনি। চিকিৎসকরা জানান, দুর্ঘটনার অভিঘাতে মাথায় চোট পান নোরা। তবে উদ্বেগের কোনও কারণ নেই।






















