এক্সপ্লোর
Advertisement
শুধু অক্ষয় কুমারই নন, এর আগে একাধিক নায়ককে রূপোলি পর্দায় দেখা গিয়েছে রূপান্তরকামীর চরিত্রে
শুক্রবার মুক্তি পেয়েছে লক্ষ্মী ছবির একটি গান। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ের তালিকায়। গদ্যের মতো ওই গানে নায়ক অক্ষয় কুমারকে বারবার বলতে শোনা যাচ্ছে ‘আব হামারি বারি’।
মুম্বই: শুক্রবার মুক্তি পেয়েছে 'লক্ষ্মী' ছবির একটি গান। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ের তালিকায়। গদ্যের মতো ওই গানে নায়ক অক্ষয় কুমারকে বারবার বলতে শোনা যাচ্ছে ‘আব হামারি বারি’। অনেকেই মনে করেন হাল আমলে রূপান্তরকামীদের নিয়ে ছবির করার প্রবণতা বেড়েছে বলিউডে। বলিউড কিন্তু বহুদিন ধরেই ট্রান্সজেন্ডার ইস্যুতে ছবি করেছে। একাধিক নায়ককে দেখা গিয়েছে রূপান্তরকামীর চরিত্রে।
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ’ সংঘর্ষ‘। এই ছবিতে লজ্জা শঙ্কর পাণ্ডের চরিত্রে দেখা গিয়েছিল আশুতোষ রানাকে। রূপান্তরকামী তথা খলনায়কের চরিত্রে এতটাই তাক লাগিয়েছিলেন, আশুতোষ রানা, যে সে বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা খলনায়ক বিভাগের পুরস্কার তাঁর দখলে যায়।
’ তমান্না‘ ছবিতে পরেশ রাওয়ালের অভিনয়ও ছিল নজরকাড়া। আর পাঁচটা সাধারণ গল্পের চেয়ে এ ছবির কাহিনী ছিল একটু আলাদা। টিক্কুর চরিত্রে ছিলেন পরেশ রাওয়াল। ছবির গল্প আবর্তিত হয়েছিল টিক্কু ও তমান্নাকে ঘিরে। তমান্নাকে বড় করে তুলেছিল টিক্কু। টিক্কু, তমান্নাকে সেই সব আনন্দ দিতে চেয়েছিল যা থেকে সে জীবনে বঞ্চিত হয়েছিল।
নপুংসকের চরিত্রে অভিনয় মোটেই সহজ কাজ নয়। তেমন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মহেশ মঞ্জরেকার। ’ রাজ্য‘ ছবিতে বেগমের চরিত্রে তাঁর অভিনয় ছিল যথার্থই ব্যতিক্রমী।
’মার্ডার ২‘। এই ছবিতে প্রশান্ত নারায়ণনের অভিনয় এখনও অনেকের মনে দাগ কেটেছিল। খলনায়কের চরিত্রে তার লুক, সঙ্গে বুদ্ধির মিশেল অভাবনীয় ম্যাচ করেছিল।ধীরজ পাণ্ডের চরিত্র অনেকের কাছে নিদ্রাহীন রাত এনে দিয়েছিল।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য আরেক অভিনেতার নাম। তিনি সদাশিব অমরাপুরকার। ’সড়ক‘ ছবিতে মহারানির মতো খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় বহুজনের প্রশংসা কুড়িয়েছিল।
তামিল ছবিতে রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের প্রকাশ রাজ। ’আপ্পু‘ ছবিতে আমরা তাঁকে মহারানির চরিত্রে পেয়েছিলাম।
রূপান্তরকামী ভুত। যে তাড়া করে বেড়াচ্ছে...। এই ইস্যুতে তামিল ছবি ’কা়ঞ্চনা‘। তামিল না জেনেও যে কোনও দর্শক এই ছবি দেখতে পারেন।
জনি লিভারকেও একাধিক বার রূপান্তরকামীর চরিত্রে দেখা গিয়েছে। রূপান্তরকামীদের কোনও রকম অসম্মান না করেই তিনি অভিনয় করেছেন যা দর্শকদের মন কেড়েছে।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল ’দায়রা‘। ওই ছবিতে ট্রান্সভ্যাসাইটের চরিত্রে অভিনয় করেছিলেন নির্মল পাণ্ডে। এই চরিত্রে তাঁর অভিনয় এতটাই সাড়া ফেলেছিল যে, ফ্রান্সে ভ্যালেনসিয়েনেস ফিল্ম ফেস্টিভালে সেরা নায়িকার চরিত্রে পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement