এক্সপ্লোর
Advertisement
ন্যাশনাল স্কুল অফ ড্রামা যা দিয়েছে, তা বলিউড দিতে পারবে না, বললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি
নয়াদিল্লি: ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনী তিনি। পুরনো প্রতিষ্ঠানে ফিরে এসে কৃতী ছাত্র নওয়াজউদ্দিন সিদ্দিকির উপলব্ধি, অভিনয় শিক্ষার এই প্রতিষ্ঠান তাঁকে যা দিয়েছে, তা বলিউড কখনও দিতে পারবে না। এনএসডি-র বার্ষিক থিয়েটার ফেস্টিভ্যাল ভারত রঙ্গ মহোৎসবে এসে নওয়াজ বলেছেন, এনএসডি থেকে পাওয়া আত্মবিশ্বাস তাঁকে জীবনযুদ্ধ বজায় রাখার প্রেরণা দিয়েছে। বলিউড তা দিতে পারেনি।
নওয়াজের ব্যাখ্যা, এনএসডি ছেড়ে যখন বার হন, তখন আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন, যে বিশ্বকে দেখিয়ে দেবেন তাঁর ক্ষমতা। তারপরে বুঝতে পারেন, সব কিছু অত সোজা নয়। কিন্তু ব্যর্থতার জন্য নিজেকে দোষ দেননি। উল্টে নিজেকেই প্রশ্ন করেন, এরা কারা, যারা আমার অডিশন নিচ্ছে? আমার অভিনয় বুঝতে এরা কি আদৌ সক্ষম? এনএসডি থেকে পাওয়া নিজের ক্ষমতার প্রতি সেই বিশ্বাসই জিইয়ে রাখে তাঁকে।
৯৬-এ এনএসডি থেকে পাশ করে বার হন নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রথম ছবিতে সুযোগ পান ৯৯-এ, ‘সরফারোশ’-এ, একটি দৃশ্যে। তারপর ১০ বছর এমনই ছোট রোল করার পর অবশেষে ব্রেক মেলে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ। অভিনেতা হিসেবে তাঁকে স্বীকৃতি দেয় সেই ছবি।
উঠতি অভিনেতা অভিনেত্রীদের প্রতি নওয়াজের পরামর্শ, যতই লড়াই করতে হোক, জীবনকে সব সময় মুখ দেখাতে হবে। বই পড়তে ও আন্তর্জাতিক ছবি দেখতেও উপদেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, সিনেমা জগৎ ছাড়া তাঁর পক্ষে সম্ভব ছিল না কারণ ওই একটা কাজই ভাল করতে পারতেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement