(Source: Poll of Polls)
Nusrat Jahan: গোলাপি শাড়িতে স্নিগ্ধতা, নতুন সাজে নজরকাড়া নুসরত জাহান
Actress Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় আজ নুসরত হালকা গোলাপি সাজে ছবি শেয়ার করে নিয়েছেন। সঙ্গে গাঢ় গোলাপি ব্লাউজ। চুল বেঁধে নিয়েছেন নুসরত।
কলকাতা: গোলাপি সিল্কের শাড়িতে নতুন স্টাইল স্টেটমেন্ট নুসরত জাহানের (Nusrat Jahan)। আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত। সেখানে তাঁকে দেখা গেল এক্কেবারে অন্য সাজে। শাড়ি, ভারি গয়নায় স্নিগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী তৃণমূল সাংসদ।
সোশ্যাল মিডিয়ায় আজ নুসরত হালকা গোলাপি সাজে ছবি শেয়ার করে নিয়েছেন। সঙ্গে গাঢ় গোলাপি ব্লাউজ। চুল বেঁধে নিয়েছেন নুসরত। গলায় ভারি অক্সিডাইজের চোকার ও কানে ভারি দুল পরেছেন নুসরত। হাতে চুড়ি পরেছেন অভিনেত্রী, কপালে ছোট্ট কালো টিপে যেন লেগে আছে স্নিগ্ধতা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, 'গোলাপি সন্ধ্যা'।
View this post on Instagram
অন্যদিকে আজ সোশ্যাল মিডিয়ায় সাদা কালো শার্টে একটি ছবি শেয়ার করে নিয়েছেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। ক্যাপশানে লিখেছেন, 'আমি তোমার দিকেই তাকিয়ে..' এই ইঙ্গিত কি নুসরতের জন্যই?
View this post on Instagram
আরও পড়ুন: Bhediya First Song: তালে-ছন্দে 'ভেড়িয়া'-র প্রথম গান জমাটি, প্রচারে এসে কৃতিকে কোলে তুলে নিলেন বরুণ