Nusrat Jahan: কোলে ছোট্ট 'সান্তা', বড়দিনে বিশেষ পোস্টে শুভেচ্ছা নুসরত জাহানের
Nusrat Jahan Update: সামনে ক্রিসমাস ট্রি সাজানো। আলোয় সাজানো হরিণও রয়েছে। তার সামনেই ক্যামেরার দিকে পিছন করে বসে আছেন অভিনেত্রী। কোলে লাল-সাদা সান্তা পোশাকে খুদে ইশান।
কলকাতা: বড়দিনে সান্তা হাজির হয়েছে ইতিমধ্যেই। শহরজুড়ে আলোর রোশনাই। গোটা শহর সেজে উঠেছে লাল টুপি, ঘণ্টা, উপহারে। কচিকাঁচাদের মাথায় সান্তা টুপিও চোখে পড়ছে রাস্তায় বেরোলেই। একরত্তি ইশানকেও সান্তা পোশাকে সাজালেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। পোস্ট করলেন বড়দিনের বিশেষ ছবি।
অনুরাগীদের মন ছোঁয়া পোস্ট করলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। সামনে ক্রিসমাস ট্রি সাজানো। আলোয় সাজানো হরিণও রয়েছে। তার সামনেই ক্যামেরার দিকে পিছন করে বসে আছেন অভিনেত্রী। কোলে লাল-সাদা সান্তা পোশাকে খুদে ইশান (Yishaan)। মিষ্টি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'এটা কেবলমাত্র একটা ঋতু নয়... এটা একটা অনুভূতি... আশা করি এই বড়দিন আপনাদের সকলের জীবনে আনন্দ, শান্তি, আশা, ভালবাসা নিয়ে আসবে। শুভ বড়দিন।'
View this post on Instagram
তাঁর পোস্টে কমেন্টে ভালবাসা জানিয়েছেন একাধিক টলি তারকা। মিমি চক্রবর্তী, শিলাদিত্য মৌলিক সহ একাধিক তারকা ও অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন ছোট্ট সান্তাকে।
অন্যদিকে বড়দিনের রাতে হঠাৎ হাজির 'সিক্রেট সান্টা' (Secret Santa)। শীতে কাঁপতে থাকা পথের মানুষদের মধ্যে বিলিয়ে দেন কেক, শীতের পোশাক। কে এই সান্টা? অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নিজে যদিও কোথাও কোনও পোস্ট করেননি বা প্রচারও করেননি। কিন্তু এক অনুরাগীর ফোনের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন তিনি।
আরও পড়ুন: Dharmajuddho Trailer: প্রকাশ্যে 'ধর্মযুদ্ধ' ছবির দ্বিতীয় ট্রেলার, মুক্তি ২১ জানুয়ারি