এক্সপ্লোর
বাস্তবে মেয়েদের সামনে খুবই লাজুক সিদ্ধার্থ মালহোত্র
1/4

সিদ্ধার্থ ইতিমধ্যেই রোম্যান্টিক কমেডি হাসি তো ফাঁসি, এক ভিলেন, কপূর অ্যান্ড সন্স, ব্রাদার্স, দ্য জেন্টলম্যান, ইত্তেফাক-মতো ছবিতে অভিনয় করেছেন। এক ভিলেন-এ সিদ্ধার্থর অভিনয়ে খুশি হয়ে সলমন খান তো একটা ডিজাইনার ঘড়ি উপহার দিয়েছিলেন। স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমায় অভিনয়ের জন্য সর্বশ্রেষ্ঠ অভিষেককারী অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।
2/4

সিদ্ধার্থের জন্ম ১৯৮৫-র ১৬ জানুয়ারি এক পঞ্জাবি মধ্যবিত্ত পরিবারে।তাঁর বাবা সুনীল মালহোত্র নেভির কর্মী। সিদ্ধার্থর পড়াশোনা দিল্লিতে। কলেজে পড়ার সময়ই মডেলিংয়ে আসেন তিনি।
Published at : 16 Jan 2018 05:57 PM (IST)
View More






















