FIR against Orry: নিষেধকে বুড়ো আঙুল, বৈষ্ণোদেবী মন্দিরের ক্যাম্পে এই কাজ করে বিপাকে ওরি! পুলিশ দায়ের FIR
সোমবার বলিউড প্রভাবশালী ওরহান আওয়াত্রামানি, ওরফে 'ওরি' বৈষ্ণদেবী মন্দিরের ক্যাম্পে মদ্যপান করেছেন, এমনই অভিযোগ উঠছে।

নয়া দিল্লি: তারকাদের চোখের মণি তিনি। পার্টি থেকে বলিউডের যেকোনও ফটো শ্যুট, অনুষ্ঠানে নানা রকমের পোশাক থেকে ফোনের নানা ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি। সেই বলিউড তারকাদের ফেভারিট 'ওরি'র নাম জড়াল এক নয়া বিতর্কে।
সোমবার বলিউড প্রভাবশালী ওরহান আওয়াত্রামানি, ওরফে 'ওরি' বৈষ্ণদেবী মন্দিরের ক্যাম্পে মদ্যপান করেছেন, এমনই অভিযোগ উঠছে। পুলিশের মতে, কাটরায় মদ্যপান এবং আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে ওরি'র বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে।
ওরি ছাড়াও এফআইআরে নাম রয়েছে দর্শন সিং, পার্থ রায়না, ঋতিক সিং, রক্ষিতা ভোগল, শগুন কোহলি, রাশি দত্ত এবং এক রাশিয়ান নাগরিক আনাস্তাসিয়া আরজামাস্কিনার।
সংবাদমাধ্যম আইএনএস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৫ মার্চ পুলিশের কাছে অভিযোগ আসে যে কয়েকজন অতিথি ওই স্থানে মদ্যপান করছেন। পুলিশ তৎক্ষণাৎ তদন্ত করে এফআইআর দায়ের করে এবং আটজনকে আটক করা হয়। রেয়াসির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পরমবীর সিং জানান, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ধর্মীয় স্থানে এমন কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, পুলিশের তরফে বিবৃতিতে এও জানান হয়েছে, 'কটেজ স্যুটের ভেতরে অ্যালকোহল এবং আমিষ খাবার গ্রহণ নিষিদ্ধ, যেমনটি মাতা বৈষ্ণো দেবীর তীর্থস্থানে কঠোরভাবে নিষিদ্ধ। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এসএসপি রিয়াসি শ্রী পরমবীর সিং (জেকেপিএস) কঠোর নির্দেশ জারি করেছেন যাতে গ্রেফতার করা যায়। সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে এই ঘটনা। যারা দেশের আইন মানেন না এবং মাদক/অ্যালকোহলের মাধ্যমে যেকোনো উপায় অবলম্বন করে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেন তাদের জন্য কোনও স্থান নেই এবং তাদের কঠোর হাতে মোকাবেলা করা হবে।'
সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি, খুশি-জাহ্নবী কাপুর, নাইসা দেবগনের ঘনিষ্ঠ বন্ধু। তাকে হাই-প্রোফাইল পার্টি এবং ইভেন্টগুলিতে দেখা যায়। তিনি টক শো কফি উইথ করণ ৮-এও উপস্থিত ছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
