এক্সপ্লোর
Advertisement
টাইগার শ্রফের এই ভিডিও মুগ্ধ করল অস্কারজয়ী হলিউড অভিনেত্রীকেও
নয়াদিল্লি : বলিউড অভিনেতা টাইগার শ্রফ সুপারস্টার হৃত্বিক রোশনকে তাঁর জন্মদিনে অভিনব উপায়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। টাইগার শ্রফ একটি ভিডিও শেয়ার করেছিলেন। ওই ভিডিওতে টাইগার শ্রফকে হৃত্বিক রোশনের সিনেমার জনপ্রিয় গান 'এক পল কা জীনা'-র তালে তাঁরই মতো নাচতে দেখা গিয়েছে। টাইগারের এই ভিডিও তাঁর অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে। শুধু তাই নয়, হলিউডের এক অভিনেত্রী তথা সুপার মডেলেরও ভালো লেগেছে ওই ভিডিও।
এই অভিনেত্রী হলেন 'পিপার পটস' খ্যাত অভিনেত্রী গেইনেথ প্যালট্রো। টাইগার শ্রমের ভিডিওতে তাঁর মন্তব্য, খুব ভালো। তিনি আরও লিখেছেন, এটা আমার অন্যতম প্রিয় গান। তুমি আমাকে কহো না প্যায়ার হ্যায়-এ ফিরিয়ে নিয়ে গিয়েছ। উল্লেখ্য, প্যালট্রো বর্তমানে অ্যাভেঞ্জার্স পরবর্তী পর্বের জন্য রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে শ্যুটিং করছেন। কাজেই তাঁর প্রশংসা টাইগার শ্রফের কাছে একটা দারুন ব্যাপার বলেই মনে করা হচ্ছে। অস্কারজয়ী অভিনেত্রীর মন্তব্য নিয়ে টাইগার শ্রফের অনুরাগী মহলে বেশ চর্চা চলছে। টাইগার শ্রফ মাঝেমধ্যেই তাঁর ড্যান্স, ফিটনেস ও স্ট্যান্ট ভিডিও-র জন্য সোশ্যাল মিডিয়ায় নজর কাড়েন। গত ১০ জানুয়ারি টাইগার শ্রফ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও শেয়ার করেছিলেন। হৃত্বিক রোশনের প্রতি উত্সর্গ করে ওই ভিডিও পোস্ট করেছিলেন তিনি। ওই ভিডিওতে টাইগার শ্রফ হৃত্বিকের সিগনেটার স্টেপ অনুকরণ করেছিলেন। সেইসঙ্গে তাঁকে অনুপ্রাণিত করার জন্য হৃত্বিককে শ্রদ্ধা জানান টাইগার শ্রফ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement