এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সেন্সর বোর্ডে ছাড়পত্র পেল পদ্মাবতী, সঙ্গে ২৬টা কাট, নাম পালটে হল পদ্মাবৎ
মুম্বই: বহু বিতর্কিত পদ্মাবতী ছবিকে অবশেষে ছাড়পত্র দিল সেন্সর বোর্ড। তবে অক্ষতভাবে নয়, গোটা ছবিতে ২৬টা কাট হয়েছে, বলা হয়েছে, নাম পালটে করতে হবে পদ্মাবৎ।
এছাড়া আরও কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে ছবির নির্মাতাদের। বলা হয়েছে, ঘুমর গানে নাচ চলবে না, স্রেফ গান হিসেবেই রাখতে হবে। দ্বিতীয়ত ছবির নীচে ডিসক্লেইমার দিতে হবে, এটি কাল্পনিক ছবি, কোনও ঐতিহাসিক চরিত্রের সঙ্গে সম্পর্ক নেই।
ছবির পদ্মাবৎ নাম রাখা হবে ১৬শ শতকের কবি মালিক মুহম্মদ জয়সির লেখা কাব্যের নামে।
পদ্মাবতী নিয়ে ২৮ তারিখ বৈঠকে বসে সেন্সর বোর্ড। তাতে ছিলেন সেন্সর বোর্ড প্রধান প্রসূন জোশী, ইতিহাসবিদ অরবিন্দ সিংহ, চন্দ্রমণি সিংহ ও কে কে সিংহ। ঠিক হয়, ছবিতে এই পরিবর্তনগুলি আনার পর সেটিকে ইউ/এ সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ সব বয়সের দর্শক তা দেখতে পারবেন।
এবিপি আনন্দের কাছে খবর, পরিচালক সঞ্জয় লীলা বনশালী সবকটি পরিবর্তন মানতে তৈরি আছেন। সব ঠিকঠাক চললে এবার তাহলে ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement