Parambrata as Feluda: গ্যাংটকে রহস্য সমাধানে পরমব্রত, অরিন্দমের 'সাবাশ ফেলুদা'-র ঝলক প্রকাশ্যে
Sabash Feluda: ফের একবার পরমব্রত চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসেবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। টুকরো টুকরো টিজারে যেমন ধরা পড়েছে পাহাড়ি সৌন্দর্য্য, তেমনই সেখানে দানা বেঁধেছে রহস্য
কলকাতা: 'গ্যাংটকে গন্ডগোল'-এবার ওয়েব সিরিজের পর্দায়। মুক্তি পেল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), ঋতব্রত মুখোপাধ্যায় (Ritabhrata Mukherjee), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) অভিনীত 'সাবাশ ফেলুদা' (Sabash Feluda)-র টিজার।
ফের একবার পরমব্রত চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসেবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। টুকরো টুকরো টিজারে যেমন ধরা পড়েছে পাহাড়ি সৌন্দর্য্য, তেমনই সেখানে দানা বেঁধেছে রহস্য। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ও ঋত্বিক। কোল্ড রিভালবার, চারমিনার সিগারেট আর মগজাস্ত্রের ধারে, আবহসঙ্গীতে ফিরল নস্ট্যালজিয়া।
পাহাড়ের ছোট ছোট সংস্কৃতিকে ওয়েব সিরিজে তুলে ধরার চেষ্টা করেছেন অরিন্দম। পরমব্রতর মুখে শোনা গেল ফেলুদার বেশ কিছু আইকনিক সংলাপও। শীতের পাহাড়ে রহস্যের জট খুলবে জি ফাইভের (Zee Five)-এর পর্দায়। তোপসের ভূমিকায় দেখা যাবে ঋতব্রতকে।
'ফেলুদা' (Feluda) নিয়ে উচ্ছসিত পরমব্রত চট্টোপাধ্যায়। বলছেন, 'এমন একটা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত থাকা ভীষণ ভাল লাগার যে গল্পের রহস্য দর্শকদের আসন ছেড়ে উঠতে দেয় না। আমার কাছে ফেলুদার চরিত্রে অভিনয় করা যেন শার্লক হোমস (Sherlock Homes)-এর জুতোয় পা গলানোর মতো। সত্যজিৎ রায়ের (Satyajit Roy)-এর লেখা কোনও চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ সত্যিই একটা বিশাল বড় প্রাপ্তি। দর্শকেরা একেবারে গল্পের শেষ পর্যন্ত অনুমান করতে থাকবেন দোষী কে। সেটাই এই সিরিজের অন্যতম আকর্ষণ। যেমন এই সিরিজে রহস্য রোমাঞ্চের টান টান বুনোট থাকবে, তেমনই একটা বিশেষ সময়কালকেও তুলে ধরা হবে।'
এই প্রথমবার ফেলুদা-কে নিয়ে কোনও কাজ করছেন অরিন্দম শীল। তাঁর ব্যোমকেশ সিরিজ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। বাঙালির অন্যতম গোয়েন্দা আইকনকে অরিন্দম ঠিক কীভাবে পর্দায় নেন সেই অপেক্ষায় দর্শকেরা। নববর্ষে মুক্তি পেয়েছে এই ছবি টিজার। গোটা সিরিজে, ফেলুদার গ্যাংটকের রহস্যের জট খুলতে তার সফরসঙ্গী হওয়ার অপেক্ষায় অনুরাগীরা।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: ঋতাভরীর 'ফাটাফাটি' সফর প্রশংসিত বলিউডেও, উচ্ছ্বসিত পর্দার 'ফুল্লরা'
View this post on Instagram