![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Parambrata-Piya: ছুটির দিনে পলাশের শোভা দেখতে পুরুলিয়ায় পিয়া-পরমব্রত, সঙ্গে পরিবারও
Parambrata Chatterjee News: সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছেন পিয়া। সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে পরমব্রত ও পিয়াকে
![Parambrata-Piya: ছুটির দিনে পলাশের শোভা দেখতে পুরুলিয়ায় পিয়া-পরমব্রত, সঙ্গে পরিবারও Parambrata Chatterjee and Piya Chakraborty shares photo from Purulia to see Palash Bengali Entertainment News Parambrata-Piya: ছুটির দিনে পলাশের শোভা দেখতে পুরুলিয়ায় পিয়া-পরমব্রত, সঙ্গে পরিবারও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/17/c5776e3239ab6186826169ed1cf9c95c171067820914249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিয়ের পরে মধুচন্দ্রিমায় বিদেশে গিয়েছিলেন তাঁরা। এবার, তাঁদের একসঙ্গে থাকার প্রথম বসন্ত। দোলের আগে, ছোট্ট ছুটি কাটাতে, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তীর (Priya Chakraborty)-র ঠিকানা এবার পুরুলিয়া। পলাশের দেশে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বসন্তের ছুটিযাপনের সেই ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন পিয়া।
সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছেন পিয়া। সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে পরমব্রত ও পিয়াকে। পরমব্রত একটি ক্যজুয়াল শার্ট পরেছেন। অন্যদিকে পিয়ার গলায় পলাশের মালা। পিয়া এই ছবি শেয়ার করে লিখেছেন, 'সপ্তাহান্তের পরিবারের জন্য সময়।' পিয়া ও পরমব্রতকে একসঙ্গে সময় কাটাতে দেখে, তাঁদের বন্ধুরা কমেন্টবক্স ভরিয়েছেন ভালবাসায়। পরমব্রত ব্যস্ত তাঁর অভিনয় ও পরিচালনার কাজে। অন্যদিকে পিয়াও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। তবে কাজ থেকে ফুরসত বের করে, পুরুলিয়ার পলাশের শোভা দেখতে গিয়েছিলেন তাঁরা দুজনেই। সঙ্গে পরিবারও।
সদ্য, ফের শিরোনামে উঠে এসেছিল পরমব্রত ও পিয়ার সম্পর্ক। নেপথ্যে সঙ্গীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) বিবাহ। সম্প্রতি সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম। একসময় অনুপম ও পিয়ার বৈবাহিক সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ টানেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেই তাঁরা ঘোষণা করেছিলেন, এই বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন তাঁরা। তবে তাঁদের মধ্যে বজায় থাকবে বন্ধুত্ব।
এরপরে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া। সেই সময়ে অনুপম জানিয়েছিলেন, তিনি এই বিয়ে নিয়ে কিছুই জানতেন না। এর কিছুমাস পরেই অবশ্য প্রকাশ্যে আসে অনুপমের বিয়ের খবর। সেই সময়ে পিয়া জানিয়েছিলেন, এই সম্পর্ক নিয়ে আগে থেকেই অবগত ছিলেন তিনি। এমনকি বিয়ের খবর পেয়ে অনুপম ও প্রশ্মিতাকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আপাতত অনুপম ও পিয়া দুজনেই ব্যস্ত নিজের নিজের জীবনে।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)