Raghav-Parineeti Wedding: মরুশহরে আলোর রোশনাই, কেমন সাজলেন পরিণীতি-রাঘবের ডিজাইনার ও বন্ধুরা?
Parineeti-Raghav Marriage: কড়া নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে এখনও নবদম্পতির কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়নি। কিন্তু #ragneeti -কে ঘিরে উন্মাদনা তুঙ্গে। অনুরাগীরা নবদম্পতিকে দেখার অপেক্ষায় রয়েছেন।
Raghav-Parineeti Wedding: উদয়পুরের লীলা প্যালেসে আলোর রোশনাই। উজ্জ্বল আলোয় সেজে উঠেছে মরুশহরের বিলাসবহুল প্রাসাদ। ভিতরে চলছে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার রিসেপশন পার্টি। আজ ২৪ সেপ্টেম্বরই ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনদের সমন্বয়ে বসেছিল পরিণীতি-রাঘবের বিয়ের আসর। কড়া নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে এখনও নবদম্পতির কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়নি। কিন্তু #ragneeti -কে ঘিরে উন্মাদনা তুঙ্গে। অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন নবদম্পতির নতুন লুক দেখার জন্য।
View this post on Instagram
পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাত সকালেই উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। তাঁর ডিজাইন করা পোশাকেই সেজেছেন পরিণীতি। মণীশ নিজে বিয়ের আসরে কেমন সেজেছেন সেই ছবিও শেয়ার করেছেন নিজের ইনস্টা স্টোরিতে। এদিক সকালেই উদয়পুর পৌঁছেছেন টেনিস তারকা সানিয়া মির্জা, যিনি পরিণীতির অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। সানিয়ার সঙ্গে রয়েছেন তাঁর বোনও। পরিণীতি এবং রাখবের বিয়ের অনুষ্ঠানে তাঁরা কেমন সেজেছেন সেই ছবিও সানিয়া মির্জার বোন শেয়ার করেছেন তাঁর ইনস্টা স্টোরিতে।
ইনস্টাগ্রামে ইতিমধ্যেই পরিণীতি এবং রাঘবের সঙ্গীত অনুষ্ঠানের ছবি ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল অর্থাৎ ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল তারকা জুটির সঙ্গীত। সেখানে পারফর্ম করেছেন গায়ক নবরাজ হংস। সঙ্গীত অনুষ্ঠানে হাজির ছিল চাঁদের হাট। বিগত কয়েকদিন ধরেই সেজে উঠেছে উদয়পুর। বিমানবন্দরে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডাকে স্বাগত জানানোর জন্য লাগানো হয়েছে পোস্টার। লোকগান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল প্যালেসে। বরযাত্রীর পাশাপাশি অতিথিদেরও নৌকা করে নিয়ে আসা হয়েছে লেকের ধারের বিলাসবহুল প্রাসাদে। তাঁদের অভ্যর্থনা জানানোর জন্যেও ছিল রাজকীয় আয়োজন।
View this post on Instagram
সঙ্গীতের অনুষ্ঠানে ছিল ৯০-এর দশকের থিম। শোনা গিয়েছে, অতিথিদের সকলকে একটি করে ক্যাসেট উপহার দেওয়া হয়েছে। এই ক্যাসেটগুলি কাস্টোমাইজড এবং পরিণীতি চোপড়া নিজে সেখানে অতিথিদের জন্য বিশেষ কিছু বার্তা রেখেছেন। সঙ্গীতের খাওয়া-দাওয়ার ব্যাপারেও ছিল অভিনবত্বের ছোঁয়া। বাহারি পদ নয় বরং ক্যান্ডি-ফ্লস, ম্যাগি, চাট, পানিপুরিতেই নাকি মজেছিলেন সকলে।
আরও পড়ুন- আলোয় সেজেছে উদয়পুরের প্রাসাদ, ব্যাকগ্রাউন্ডে 'কবিরা' গান, জমজমাট রাঘব-পরিণীতির বিয়ের আসর