Parineeti Chopra Update: 'বিয়ে কবে করবেন?' অনুরাগীর প্রশ্নের জবাবে মজার উত্তর পরিণীতির
প্রিয় নায়িকা পরিণীতি চোপড়ার বিয়ে কবে জানতে বেশ আগ্রহী অনুরাগী। সরাসরি জিজ্ঞেস করে পেলেন বেশ মজার উত্তর। কী বললেন নায়িকা? পাওয়া গেল কি মনের মানুষের নাম?
![Parineeti Chopra Update: 'বিয়ে কবে করবেন?' অনুরাগীর প্রশ্নের জবাবে মজার উত্তর পরিণীতির Parineeti Chopra Gives Hilarious Response To Fan Curious About Her Wedding Parineeti Chopra Update: 'বিয়ে কবে করবেন?' অনুরাগীর প্রশ্নের জবাবে মজার উত্তর পরিণীতির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/26/2a20883557c3a7e9f02acad9c001f158_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: চলতি বছরে একের পর এক তিনটে ছবি মুক্তি পেয়েছে তাঁর। 'দ্য গার্ল অন দ্য ট্রেন', 'সাইনা', 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার', প্রত্যেকটি ছবিতেই সমালোচকরা পরিণীতির অভিনয় দক্ষতার বেশ প্রশংসা করেছেন। তিনি পরিণীতি চোপড়া। বলিউডের এই অভিনেত্রীর পারিবারিক যোগ থাকলেও, অভিনয়ের মাটিতে তিনি জায়গা পাকা করেছেন নিজের প্রতিভার জোরেই।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতার আয়োজন করেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্যানেদের প্রশ্ন করতে বলেন তিনি। প্রিয় অভিনেত্রীর সঙ্গে কথা বলার এমন সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। স্বভাবতই প্রচুর প্রশ্ন আসতে শুরু করে। কেউ তাঁকে কাজ সংক্রান্ত প্রশ্ন করেন তো কেউ খানিক তাঁর ব্যক্তিগত জীবনে উঁকি দিতে চান।
অসংখ্য প্রশ্নের মাঝেই নজর কাড়ে এক অনুরাগীর উৎসুক প্রশ্ন। প্রিয় নায়িকার বিয়ে কবে জানতে বেশ আগ্রহী তিনি। সরাসরি জিজ্ঞাসাই করে ফেলেন পরিণীতিকে। 'শাদি কব করোগি?' অর্থাৎ বিয়ে কবে করবেন? চটজলদি রিপ্লাইও করেছেন অভিনেত্রী। ফ্যানের প্রতি 'ইশকজাদে' নায়িকার পাল্টা প্রশ্ন, 'লড়কা কব লাওগে?' মানে, 'পাত্র কবে আনবেন?' নায়িকার রিপ্লাই দেখে পেটে খিল নেটাগরিকদের।
আপাতত লন্ডনে রয়েছেন পরিণীতি। ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কখনওই তাঁকে মুখ খুলতে দেখা যায়নি। বরাবরই সেই ব্যাপারে গোপনীয়তা বজায় রেখেছেন। বি-টাউনে তিনি সেইসব স্বল্প সংখ্যক তারকাদের অন্যতম যাঁকে নিয়ে কোনওদিন কোনও গুজবও রটেনি সেভাবে।
কিছুদিন আগেই লন্ডনের এক রেস্তোরাঁয় বসে নিজের সোশ্যাল সাইটে ভারতীয় খাবারের থালি নিয়ে ছবি পোস্ট করেন পরিণীতি চোপড়া। 'মার্চ মাস থেকে আমি ভারতে নেই, এবং তাই গতরাতে সাধারণ ডাল, রুটি, ভাতও আমার চোখে জল এনে দিয়েছিল।' বাড়ির স্বাদের খাবার পরিবেশনের জন্য ধন্যবাদও জানিয়েছেন ওই রেস্তোরাঁকে। সঙ্গে তাঁর মন্তব্য, কোনও জিনিস থেকে দূরে থাকলে তবেই তার আসল মর্যাদা বোঝা যায়।
উল্লেখ্য, বলিউডে এরপর পরিণীতি চোপড়াকে দেখা যাবে 'অ্যানিমল' ছবিতে। একই ছবিতে 'কিল দিল' নায়িকার সঙ্গে দেখা যাবে রণবীর কপূর ও অনিল কপূরকেও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)