Parineeti-Raghav: 'হাসি তো ফাঁসি..', রাঘবকে নিয়ে প্রশ্ন শুনেই পরিণীতির মুখে লাজুক হাসি, বললেন...
Parineeti-Raghav Rumors: আজ কালো ব্রেজারে গাড়িতে উঠছিলেন পরিণীতি, একাই ছিলেন তিনি। সেখানেই তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। প্রথম প্রশ্নই আসে রাঘবকে নিয়ে
কলকাতা: তাঁদের নাকি বাগদান সারা হয়ে গিয়েছে? পাকাপাকি কথাও হয়ে গিয়েছে দুই পরিবারের? যদিও এখনও এই নিয়ে মুখে কুলুপ 'চর্চিত জুটি'-র। তাঁরা হলেন বলিউডের নায়িকা পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা (Raghav Chadha)। প্রথমে প্রশ্নের মুখে পড়েছিলেন রাঘব, আর আজ সাংবাদিকদের প্রশ্নের মুখে নায়িকা। সবার সামনে মুখ খুলে কী বললেন পরিণীতি?
আজ কালো ব্রেজারে গাড়িতে উঠছিলেন পরিণীতি, একাই ছিলেন তিনি। সেখানেই তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। প্রথম প্রশ্নই আসে রাঘবকে নিয়ে। সমস্ত প্রশ্নের উত্তরে স্মিত হাসি খেলে যায় পরিণীতি মুখে। তাতে যে ঠিক কী ছিল.. সম্মতি, লজ্জা নাকি দুইই তা কেবল জানেন পরিণীতিই। তবে এই মৌনতাকেই সম্মতি বলে ধরে নিয়েছেন অনুরাগীরা। শেষে গাড়িতে ওঠার আগে পরিণীতি বলেন.. 'হুমম... থ্যাঙ্ক ইউ... বাই..'। এই শব্দগুলি বলার মধ্যে তাঁর হাসিতে যেন খেলে গেল দুষ্টুমি। তবে.. তাঁর ছবির কথা ধরেই বলতে হয়.. 'হাসি তো ফাঁসি'।
সম্প্রতি সংসদে যাওয়ার মুখে পরিণীতিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রাঘব। সংসদে ঢোকার আগে তাঁকে প্রশ্ন করা হয় পরিণীতিকে নিয়ে। সেই উত্তর এড়িয়ে যেতেই পারতেন রাঘব। কিন্তু গেলেন না। মুখে স্মিত হাসি নিয়ে তাঁর উত্তর, 'আমায় রাজনীতি নিয়ে প্রশ্ন করুন। আর পরিণীতিকে বিয়ে করলে অবশ্যই খবর দেব।' এই বুদ্ধিদীপ্ত উত্তরে কি জল্পনা আরও উস্কে দিলেন না নয়াদিল্লির সর্বকনিষ্ঠ সাংসদ? অনুরাগীরা অবশ্য তাঁদের ২জনকে একসঙ্গে দেখে বেশ খুশিই। অনেকেই লিখেছেন, দুজনকে দারুণ মানিয়েছে। তবে এই সম্পর্ক শুধুই বন্ধুত্ব নাকি পরিণতি পাবে অন্য কোনও নামে, সম্পর্কের বন্ধনে, সেই উত্তর দেবে সময়।
শোনা যাচ্ছে শীঘ্রই নিজেদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে নাকি খুব শীঘ্রই একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন তাঁরা। দুই পরিবারই নাকি তাঁদের সম্পর্কের ব্যাপারে জানেন। দুই পরিবারের উদ্যোগেই অনুষ্ঠানের আয়োজন বলে খবর।
ঘনিষ্ঠ সূত্রে খবর, 'পরিণীতি ও রাঘব একসঙ্গে ডিনারে যান দুই পরিবার তাঁদের বিয়ের কথা বলতে শুরু করার পর। তাঁরা একে অপরকে আগে থেকেই চিনতেন, পছন্দ করতেন এবং তাঁদের কমন ইন্টারেস্টও আছে প্রচুর, ফলে সবকিছুই ভালভাবে মিলে যায়। অনেকদিন ধরেই দুই পরিবারও একে অপরকে চেনে।' সূত্র মারফত আরও খবর, এখনও কোনও আনুষ্ঠানিক উৎসব হয়নি তবে দুই পরিবারই এই বিষয়ে কথা বলছেন। ওঁদের দুজনের একসঙ্গে হওয়ায় পরিবারের সকলেই খুশি। কিন্তু দুজনেই নিজেদের কাজে এতই ব্যস্ত যে তারিখ ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে। আপাতত খবর, দুই পরিবারের উপস্থিতিতে খুব ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হবে।
View this post on Instagram